ফরিদপুরের সদরপুরে “সার্বজনীন পেনশন স্কিম” এর উদ্বুদ্ধকরণ বিষয়ক কর্মশালা ও স্পট রেজিস্ট্রেশন অনুষ্ঠিত হয়েছে। রবিবার ৫ মে সকাল ১১ টায় উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত কর্মশালায় উপজেলার ৯টি ইউনিয়ন পরিষদের ও বিভিন্ন অফিসের মোট ১২টি বুথে আনুষ্ঠানিকভাবে সার্বজনীন পেনশন স্কিম এর রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হয়। কর্মশালায় উপস্থিত দর্শকদের সার্বজনীন পেনশন স্কিম এর বিভিন্ন স্কিম যেমন প্রবাস, প্রগতি, সুরক্ষা ও সমতা’র ভিন্ন ভিন্ন সুযোগ সুবিধা ও উপকারিতার বিষয়ে ধারণা দেয়া হয়।
সদরপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ মোরাদ আলীর সভাপতিত্বে উক্ত কর্মশালায় উপজেলার ৯ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার, সচিব, উদ্যোক্তা, বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, ছাত্র-শিক্ষক, গণমাধ্যমকর্মী, সুশীল সমাজের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন সোনালী ব্যাংক পিএলসি সদরপুর শাখার কর্মকর্তা মোঃ সাজ্জাদ হোসেন, চেয়ারম্যানদের পক্ষ থেকে ঢেউখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মিজান বয়াতী বক্তব্য রাখেন।
উপজেলা নির্বাহী অফিসার তার বক্তব্যে বলেন, সার্বজনীন পেনশন স্কীম থেকে সকল শ্রেণী পেশার মানুষ উপকৃত হবে বিশেষ করে যারা কর্মজীবন শেষে অবসরে যাবেন তাদের জন্য। এই স্কিম জনগণের কল্যাণের জন্য । তিনি তার বক্তব্যে সার্বজনীন পেনশন স্কিমে জনগণকে সম্পৃক্ত করতে জনপ্রতিনিধিসহ সকল মহলের প্রতি আহবান জানান।
প্রিন্ট