আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে আগামী ৮ মে, মাগুরা সদর উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে। ১৫ এপ্রিল সোমবার মাগুরা সদর উপজেলা পরিষদের নির্বাচনে মনোনয়নপত্র জমা দেন ১১ জন প্রার্থী। তাদের মধ্যে চেয়ারম্যান পদে ০৭ জন প্রার্থী, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ০৪ জন প্রার্থী এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ০৪ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন।
এদের মধ্যে ২২ এপ্রিল সোমবার মাগুরা সদর উপজেলা পরিষদ নির্বাচন থেকে প্রার্থীতা প্রত্যাহার করে নিয়েছেন দুই চেয়ারম্যান ও এক ভাইস চেয়ারম্যান। প্রার্থীতা প্রত্যাহারের পর ২৩ এপ্রিল, মঙ্গলবার প্রতিক পেলেন মাগুরা সদর উপজেলা পরিষদ নির্বাচন এর চেয়ারম্যান প্রার্থী মোঃ রেজাউল ইসলাম (হেলিকপ্টার), মীর আব্দুল কুদ্দুস (ঘোড়া), মোঃ জাহাঙ্গীর হোসেন (আনারস), মোঃ রানা আমির উসমান (মোটরসাইকেল), উত্তম কুমার বিশ্বাস (দোয়াত কলম)। প্রতিক পাওয়ার পর মোঃ জাহাঙ্গীর হোসেন আনারস প্রতিক নিয়ে নির্বাচনের প্রচার-প্রচারণা সুন্দর এবং সুষ্ঠুভাবে চালিয়ে যাচ্ছিলেন।
০৪ মে, শনিবার ব্যাক্তিগত কারন দেখিয়ে তার সকল সমর্থকদেরকে মোটরসাইকেল মার্কার চেয়ারম্যান প্রার্থী, সাবেক জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও বর্তমান জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ রানা আমির উসমান রানা এর মোটর সাইকেল মার্কায় ভোট দেওয়ার অনুরোধ করে। নির্বাচন থেকে সরে দাড়িয়ে সদর উপজেলা এলাকার সকল ভোটার মা বোন ভাইদের কে মোটরসাইকেল মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করবার জন্য সকল ভোটারদের আহ্বান করেন।
প্রিন্ট