পাবনার চাটমোহরে প্রায় ২৭ লাখ টাকা ব্যয়ে আরসিসি রাস্তা নির্মাণ কাজ উদ্বোধন করা হয়েছে।
২৩ মে রবিবার সকাল ১১ টায় চাটমোহর পৌরসভার ৩ নং ওয়ার্ডে নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের
(ও.ট.ও.উ.চ) আওতায় বালুচর অনিল পালের বাড়ি হতে দুলালের বাড়ি হয়ে নজরুল চেয়ারম্যানের বাড়ি পর্যন্ত ২শ ২০ মিটার দীর্ঘ আরসিসি রাস্তাটির নির্মাণ কাজের উদ্বোধন করেন চাটমোহর পৌরসভার মেয়র এ্যাড.সাখাওয়াত হোসেন সাখো।
জি.ও.বি (এ.ঙ.ই) এর অর্থায়নে প্রাক্কলিত মূল্য ধরা হয়েছে ২৬ লাখ ৮৪ হাজার ৩৪১ টাকা।রাস্তাটির চুক্তি মূল্য ও ২৬ লাখ ৮৪ হাজার ৩৪১ টাকা। ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স রত্না ট্রেডার্স রাস্তাটি নির্মাণ করছে।
এসময় বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রিন্ট