রাজবাড়ীর কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জন্ম নেওয়া ১ম নবজাতক হাসপাতাল ছেড়ে নিজ গৃহে ফিরে গেছে। শনিবার দুপুরে হাসপাতাল থেকে আনুষ্ঠানিকভাবে তাকে বিদায় জানানো হয়।
হাসপাতালে জন্ম নেওয়া ওই নবজাতকের নাম রাখা হয়েছে মাহিন মন্ডল। সে উত্তর কালুখালীর রাসেল মন্ডলের পুত্র। নবজাতকের মায়ের নাম মেরিনা খাতুন। বিদায়ের সময় মা ও পুত্র সুস্থ ছিলো বলে হাসপাতাল সূত্র জানিয়েছে।
নবজাত মাহিন মন্ডল ও মা মেরিনা খাতুন এর বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালুখালী উপজেলা নির্বাহী অফিসার মহুয়া আফরোজ ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে কালুখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইসরাত জাহান উম্মন, গাইনী কনসালটেন্ট ডা. নাহিদা ইয়াসমিন, এনেস্থিসিয়া কনসালটেন্ট ডা. দেলোয়ার হোসাইন, ডা. তানিয়া আফরিন লাবণ্য,কালুখালী প্রেসক্লাবের সাধারন সম্পাদক শহিদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
বিদায় অনুষ্ঠানে কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে নবজাতকের জন্য পোশাক প্রদান করা হয় ।