আগামী ৮ ই মে আসন্ন ফরিদপুর সদর উপজেলা পরিষদ নির্বাচন কে কেন্দ্র করে পৌর আওয়ামী লীগের উদ্যোগ উপজেলা পরিষদ নির্বাচনে করণীয় নির্ধারণে আজ শনিবার সন্ধ্যায় শহরের আলিপুরে অবস্থিত আওয়ামী লীগ অফিসে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পৌর আওয়ামী লীগের আহ্বায়ক শাহিদ উদ্দিন আহমেদের সভাপতিত্বে এবং যুগ্ম আহবায়ক নুরুল আমিন বাপ্পির সঞ্চালনায় এতে পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
এ সময় বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের সদস্য ফরিদপুর পৌরসভার ১ নং প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির, ২ নং প্যানেল মেয়র মতিউর রহমান শামীম, পৌর আওয়ামী লীগ নেতা রাশেদুল হক আক্কাস, আব্দুল হক, বিধান সাহা, মোহাম্মদ সেলিম, রাজু মিয়া, কুদ্দুসুর রহমান, আব্দুল কাদের মোল্লা, হযরত আলী পাঠাদার, মোঃ শহীদ মিয়া, লস্কর দুলাল হানিফ শেখ, প্রমূখ।
এ সময় অন্যান্য নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সভায় বক্তারা আগামী ৮ ই মে অনুষ্ঠিত সদর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে শামসুল আলম চৌধুরী, ভাইস চেয়ারম্যান পদে ইমান আলী মোল্লা এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে রুকসানা আহমেদ মেহেবী কে বিপুল ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান। একই সাথে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
প্রিন্ট