পাবনার ঈশ্বরদীতে ট্রাক-সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আব্দুস সালাম সেলু ( ৫৭), আলমগীর হোসেন (৪৫) নামের দুইজনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছে আরো তিনজন।
রবিবার (২৩ মে) বিকেলে উপজেলার মুলাডুলি ইউনিয়নের সরাইকান্দি গ্রামের মোড়ে এ ঘটনা ঘটে।
নিহত সালাম নাটোরের রাজাপুর পূর্ব কলস কাঁচারিপাড়া’র মৃত আব্দুল গিয়াস উদ্দিনের ছেলে। তিনি অটোরিকশার যাত্রী এবং আলমগীর হোসেন উপজেলার দাশগ্রামের মোরশেদ আলীর ছেলে ও অটোরিকশার চালক।
গুরুতর আহতরা হলেন, পাবনার সদরের ভাঁড়ারা গ্রামের আব্দুল মান্নানের ছেলে সজীব হোসেন (১৮), নাটোর বড়াইগ্রামের আব্দুল মান্নানের স্ত্রী মিনা খাতুন (৩০) এবং কন্যা রুমি খাতুন (১৪)।
পাকশী হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ মোঃ মনিরুজ্জামান এর সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, ট্রাকটি পাবনা শহর থেকে মুলাডুলি যাচ্ছিল। এ সময় বিপরীতরদিক থেকে আসা দাশুরিয়াগামী একটি সিএনজিচালিত অটোরিকশা যাত্রী নিয়ে রওয়ানা দিয়েছিল। সরাইকান্দি মোড়ে পৌঁছালে ট্রাক সিএনজির মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনাস্থলেই যাত্রী আব্দুস সালামের মৃত্যু হয়। পরে চালক আলমগীরকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সন্ধা ৭ টার দিকে তার মৃত্যু হয়।
আহত ৩ জনকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘাতক ট্রাকটিকে জব্দ করা গেলেও চালক হেলপার পালিয়ে যাওয়ায় আটক করা সম্ভব হয়নি। তবে আটকের চেষ্টা চলছে বলে জানান তিনি।
ঈশ্বরদীর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ জানান, এ বিষয়ে থানায় একটি মামলা দায়ের করার প্রস্তুতি চলছে। মামলা হলে আইনগত ব্যাবস্থা নেওয়া হবে।
প্রিন্ট