কুষ্টিয়ার খোকসায় তীব্র তাপদাহ ও অনাবৃষ্টি থেকে রক্ষা পেতে বৃষ্টির জন্য সালাতুল ইস্তিকার নামাজ আদায় করছে খোকসার শোমসপুর খানকা শরীফ এর মাঠে মুসল্লিগণ। এ সময় দোয়া অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন খানকা শরীফের পীর নাজমুল হুদা সাগর হুজুর।
এ সময় আরও উপস্থিত ছিলেন শোমসপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বদর উদ্দীন খান। উপজেলার বিভিন্ন এলাকা থেকে শত শত মুসল্লিগন খানকা শরীফে উপস্থিত হয়ে দোয়া অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
উল্লেখ্য বেশ কিছুদিন হল তাপদাহ অত্যাধিক বেড়ে যাওয়ায় বৃষ্টি না হওয়ায় জনজীবনে এক বৈরী প্রভাব পড়েছে। সাধারণ মানুষের জীবনে এই প্রভাব থেকে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে বৃষ্টির জন্য বিশেষ দোয়ার অনুষ্ঠান করা হয়।
প্রিন্ট