ঢাকা , বুধবার, ১৬ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo নরসিংদী সিটি হাসপাতালে ১৮ ইঞ্চি ‘মব’ কাপড় পেটে রেখেই সেলাই, সংকটাপন্ন প্রসূতি Logo দৌলতপুরে থানার সামনে স্বর্ণের দোকানে দূর্ধর্ষ চুরি Logo শ্রেণিকক্ষে পানিঃ দৌলতপুরে দুই শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ঘোষণা Logo সারাদেশে এনসিপির সাড়া দেখে বলা হচ্ছে নিবন্ধনের কাগজে ঝামেলা আছেঃ -হান্নান মাসউদ Logo মাদারিপুরে দু’টি বাস-পিকআপের ত্রিমুখী সংঘর্ষে আহত ৬ Logo প্রয়াত বিচারক মহম্মদ নুরুল হোদা মোল্লার মৃত্যুবার্ষিকীতে দোয়ার মজলিস Logo ইবি ছাত্রীকে মারধরের অভিযোগ বিক্ষোভ Logo গোমস্তাপুরে মাছ ধরতে গিয়ে পানিতে পড়ে এক ব্যক্তির মৃত্যু Logo চরভদ্রাসনে টানা বৃষ্টিতে কর্মহীন ভ্যান-রিকশাচালকদের মাঝে ত্রাণ বিতরণ Logo বাগাতিপাড়ায় লোকালয়ে দেখা মিললো বিরল কালো মুখ হনুমানের
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন।

মুচলেকা ও পাসপোর্ট জমার শর্তে সাংবাদিক রোজিনাকে জামিন

-ছবি সংগৃহীত।

পাঁচদিন কারাগারে থাকার পর অবশেষে জামিন পেলেন সাংবাদিক রোজিনা ইসলাম। রোববার আদালত এই বিষয়ে নির্দেশ দেয়৷

পাঁচ হাজার টাকা মুচলেকা ও পাসপোর্ট জমা দেওয়ার শর্তে জামিন পেয়েছেন দৈনিক প্রথম আলোর অনুসন্ধানী সাংবাদিক রোজিনা ইসলাম৷ রোববার ভার্চুয়াল আদালতে শুনানি শেষে ঢাকার মহানগর হাকিম বাকী বিল্লা এই শর্তে তার জামিন মঞ্জুর করেন৷

তথ্য অনুযায়ী, পাবলিক প্রসিকিউটর (পিপি) আবদুল্লাহ আবু রোববার শুনানিতে বলেন, রোজিনাকে জামিন দেওয়া হলে তাদের আপত্তি নেই৷ তবে এক্ষেত্রে তার পাসপোর্ট জমা রাখার আবেদন জানান তিনি৷

রোজিনার আইনজীবীরা মুচলেকা ও পাসপোর্টের শর্ত নিয়ে কোনো আপত্তি না থাকার কথা জানান৷ পরে বিচারক অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করে আদেশ দেন৷

রোজিনার জামিনের মেয়াদ মামলার পরবর্তী তারিখ ১৫ জুলাই পর্যন্ত৷ সেদিন পুলিশকে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিলে নির্দেশ দেয়া হয়েছে৷ মামলা তদন্তের দায়িত্বে রয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ৷

রাষ্ট্রীয় গোপন নথি ‘চুরির চেষ্টার’ অভিযোগে রোজিনা ইসলামকে গত ১৭ মে সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তার কক্ষে প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা আটকে রাখা হয়৷ পরে রাতে শাহবাগ থানায় সোপর্দ করে ব্রিটিশ আমলের অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট ও দণ্ডিবিধির কয়েকটি ধারায় মামলা করে স্বাস্থ্যসেবা বিভাগ৷ তবে রোজিনা তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন৷

তিনি সাম্প্রতিক সময়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনিয়ম-দুর্নীতি বিভিন্ন প্রতিবেদন করেছেন৷ একারণেই তাকে ‘হয়রানি’ করা হচ্ছে বলে অভিযোগ করে আসছেন রোজিনার সহকর্মী ও পরিবারের সদস্যরা৷ সচিবালয়ে আটকে রাখার সময় রোজিনাকে ‘শারীরিকভাবে হেনস্তার’ অভিযোগও উঠেছে৷

তার গ্রেপ্তারের প্রতিবাদ ও মুক্তির দাবিতে সোচ্চার হয় সাংবাদিক সংগঠনগুলো৷ বিবৃতি দেয় আন্তর্জাতিক বিভিন্ন সংগঠনও৷ মঙ্গলবার মামলার শুনানিতে আদালত রাষ্ট্রপক্ষের রিমান্ডের আবেদন নাকচ করে৷ বৃহস্পতিবার জামিন আবেদনের ভার্চুয়াল শুনানি হলেও সেদিন কোন সিদ্ধান্ত না দিয়ে রোববার পরবর্তী দিন ধার্য করে আদালত৷

এদিকে দৈনিক প্রথম আলো তাদের এক প্রতিবেদনে জানিয়েছেন, রোজিনা ইসলামের জব্দ করা দুটি মোবাইল ফোনের ফরেনসিক পরীক্ষার অনুমতির আদেশ চেয়ে আদালতে আবেদন করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা৷ তবে আদালত তাৎক্ষণিকভাবে কোনো সিদ্ধান্ত দেয়নি৷


প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

নরসিংদী সিটি হাসপাতালে ১৮ ইঞ্চি ‘মব’ কাপড় পেটে রেখেই সেলাই, সংকটাপন্ন প্রসূতি

error: Content is protected !!

মুচলেকা ও পাসপোর্ট জমার শর্তে সাংবাদিক রোজিনাকে জামিন

আপডেট টাইম : ০৫:০২ অপরাহ্ন, রবিবার, ২৩ মে ২০২১
ডেস্ক রিপোর্টঃ :

পাঁচদিন কারাগারে থাকার পর অবশেষে জামিন পেলেন সাংবাদিক রোজিনা ইসলাম। রোববার আদালত এই বিষয়ে নির্দেশ দেয়৷

পাঁচ হাজার টাকা মুচলেকা ও পাসপোর্ট জমা দেওয়ার শর্তে জামিন পেয়েছেন দৈনিক প্রথম আলোর অনুসন্ধানী সাংবাদিক রোজিনা ইসলাম৷ রোববার ভার্চুয়াল আদালতে শুনানি শেষে ঢাকার মহানগর হাকিম বাকী বিল্লা এই শর্তে তার জামিন মঞ্জুর করেন৷

তথ্য অনুযায়ী, পাবলিক প্রসিকিউটর (পিপি) আবদুল্লাহ আবু রোববার শুনানিতে বলেন, রোজিনাকে জামিন দেওয়া হলে তাদের আপত্তি নেই৷ তবে এক্ষেত্রে তার পাসপোর্ট জমা রাখার আবেদন জানান তিনি৷

রোজিনার আইনজীবীরা মুচলেকা ও পাসপোর্টের শর্ত নিয়ে কোনো আপত্তি না থাকার কথা জানান৷ পরে বিচারক অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করে আদেশ দেন৷

রোজিনার জামিনের মেয়াদ মামলার পরবর্তী তারিখ ১৫ জুলাই পর্যন্ত৷ সেদিন পুলিশকে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিলে নির্দেশ দেয়া হয়েছে৷ মামলা তদন্তের দায়িত্বে রয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ৷

রাষ্ট্রীয় গোপন নথি ‘চুরির চেষ্টার’ অভিযোগে রোজিনা ইসলামকে গত ১৭ মে সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তার কক্ষে প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা আটকে রাখা হয়৷ পরে রাতে শাহবাগ থানায় সোপর্দ করে ব্রিটিশ আমলের অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট ও দণ্ডিবিধির কয়েকটি ধারায় মামলা করে স্বাস্থ্যসেবা বিভাগ৷ তবে রোজিনা তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন৷

তিনি সাম্প্রতিক সময়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনিয়ম-দুর্নীতি বিভিন্ন প্রতিবেদন করেছেন৷ একারণেই তাকে ‘হয়রানি’ করা হচ্ছে বলে অভিযোগ করে আসছেন রোজিনার সহকর্মী ও পরিবারের সদস্যরা৷ সচিবালয়ে আটকে রাখার সময় রোজিনাকে ‘শারীরিকভাবে হেনস্তার’ অভিযোগও উঠেছে৷

তার গ্রেপ্তারের প্রতিবাদ ও মুক্তির দাবিতে সোচ্চার হয় সাংবাদিক সংগঠনগুলো৷ বিবৃতি দেয় আন্তর্জাতিক বিভিন্ন সংগঠনও৷ মঙ্গলবার মামলার শুনানিতে আদালত রাষ্ট্রপক্ষের রিমান্ডের আবেদন নাকচ করে৷ বৃহস্পতিবার জামিন আবেদনের ভার্চুয়াল শুনানি হলেও সেদিন কোন সিদ্ধান্ত না দিয়ে রোববার পরবর্তী দিন ধার্য করে আদালত৷

এদিকে দৈনিক প্রথম আলো তাদের এক প্রতিবেদনে জানিয়েছেন, রোজিনা ইসলামের জব্দ করা দুটি মোবাইল ফোনের ফরেনসিক পরীক্ষার অনুমতির আদেশ চেয়ে আদালতে আবেদন করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা৷ তবে আদালত তাৎক্ষণিকভাবে কোনো সিদ্ধান্ত দেয়নি৷


প্রিন্ট