ফরিদপুরের বোয়ালমারীতে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের বোয়ালমারী উপজেলা, পৌর ও ইউনিয়ন শাখার নেতৃবৃন্দের সাথে সম্ভাব্য উপজেলা চেয়ারম্যান প্রার্থী এম এম মোশাররফ হোসেন মুশা মিয়া মতবিনিময় করেছেন। মুশা মিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং বোয়ালমারী উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান । তিনি টানা ১৫ বছর ধরে উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে আছেন। বুধবার (২৪ এপ্রিল) বেলা সাড়ে ১২ টায় স্থানীয় বিলাসী কমিউনিটি সেন্টারে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি মো. চুন্নু বিশ্বাসের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এস এম বাকের ইদ্রিস শরীফের সঞ্চালনায় মতবিনিময় অনুষ্ঠানে অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি মো. আকরাম হোসেন, প্রচার সম্পাদক আনিচুজ্জামান, শিক্ষা ও মানব বিষয়ক সম্পাদক এ কে আজাদ মুক্ত মিয়া প্রমুখ।
মুশা মিয়া তার বক্তব্যে বলেন, ‘আমি সংসদ নির্বাচনে দলের মনোনয়ন চেয়েছিলাম। কিন্তু পাইনি। দলের মনোনয়ন না পাওয়ায় আমি খুশি। কারণ আমি বা লিয়াকত সিকদার মনোনয়ন পেলে এমপি হতাম। কিন্তু মন্ত্রী হতে পারতাম না। এলাকাবাসী মন্ত্রীত্ব পেত না। আব্দুর রহমান দলের মনোনয়ন পেয়েছেন, এমপি হয়েছেন, মন্ত্রী হয়েছেন। এলাকাবাসী প্রথমবারের মতো মন্ত্রী পেয়েছে। আমরা গর্বের অংশীদার হয়েছি।’ তিনি আরো বলেন, ‘আমি রাজনীতি করি বঙ্গবন্ধুর, আমি রাজনীতি করি নৌকার, আমি রাজনীতি করি শেখ হাসিনার।’
স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দের উদ্দেশ্যে তিনি বলেন, ‘যাতে করে বঙ্গবন্ধুর সোনার বাংলা প্রতিষ্ঠিত হয় তোমাদের সেই লক্ষ্যে কাজ করতে হবে। আওয়ামী লীগকে এমন জায়গায় রেখে যেতে হবে যাতে আওয়ামী লীগের দুর্দিন না আসে। জনগণ আমাদের রাজনীতির বড় সম্পদ। জনগণের কাছে গিয়ে বলতে হবে একজন ভালো প্রার্থীর পক্ষে কাজ করবে যাতে মানুষ ভালো থাকে। কোন খারাপ প্রার্থী যেন নির্বাচিত হয়ে জনগণের খারাপ করতে না পারে সেই দায়িত্ব তোমাদের নিতে হবে।’
প্রসঙ্গত: সেবা, কর্ম ও নিবিড় যোগাযোগের সুবাদে উপজেলার তৃণমূলের প্রতিটি আওয়ামী লীগ নেতাকর্মীর সঙ্গে মুশা মিয়ার নাড়ির সম্পর্ক। তিনি দুই বার বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং টানা চারবার সভাপতি হয়েছেন। টানা তিন মেয়াদে দায়িত্ব পালন করেছেন উপজেলা চেয়ারম্যানের।
প্রিন্ট