কুষ্টিয়ার খোকসায় প্রাণিসেবা সপ্তাহ সমাপনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে উপজেলা পরিষদ সভা কক্ষে প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে প্রাণিসেবা সপ্তাহ সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ইরুফা সুলতানা।
অনুষ্ঠানের সভাপতি করেন প্রাণিসম্পদ কর্মকর্তা শাহিনা বেগম।
এ সময উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনের ভূমি বিধানকান্তি হালদার, উপজেলা কৃষি কর্মকর্তা সবুজ কুমার সাহা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নাজমুল হক প্রমুখ।
এছাড়া আরো উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, সুধি ও সাংবাদিকগণ। বক্তাগণ প্রাণি সম্পদের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন।
প্রিন্ট