নাটোরের বাগাতিপাড়ায় পাঁকা বাজারে তদারকির অভিযানে একটি প্রতিষ্ঠানকে ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শনিবার (২০ এপ্রিল) বিকেলে বাগাতিপাড়া মডেল থানা পুলিশের সহযোগীতায় উপজেলার পাঁকা বাজারে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুরাইয়া মমতাজ এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
অভিযানে ওই বাজারের মেসার্স পাল ভ্যারাইটিজ স্টোরের মালিক অচিন্ত্য পালকে মূল্য তালিকা না ঝুলিয়ে মালামাল বিক্রির অপরাধে ১ হাজার টাকা জরিমানা করা হয়। পরে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন- ২০০৯ এর বিভিন্ন ধারা সম্পর্কে স্থানীয়দের অবগত করেন এই কর্মকর্তা।