বরগুনার আমতলীতে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ-২০২৪ উপলক্ষে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে টীকাদান কর্মসূচির আয়োজন করা হয়।
শনিবার (২০ এপ্রিল) সকালে উপজেলার আমতলী সদর ইউনিয়নে চলাভাঙ্গা মাধ্যমিক বিদ্যালয় মাঠে খুড়িয়ার খেয়াঘাট ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে টীকাদান কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রাণিসম্পদের উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ নাজমুল হক এর সার্বিক সহযোগিতায় চিকিৎসা প্রদান করেন প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাঃ মোঃ রোকুনুজ্জামান।
এ সময় উপস্থিত ছিলেন, আফরোজা বেগম (এলএসপি),আব্দুল আউয়াল (সিইএ), ফডার জাহাঙ্গীর ও প্রাণিসম্পদ অফিসের অন্যান্য কর্মচারী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও খামারীবৃন্দ।
বর্তমান সময়ের সবচেয়ে মারাত্মক রোগ লাম্পি স্কীন ডিজিজ (এলএসডি) রোগের ভ্যাকসিন বিনামূল্যে প্রয়োগ করা হয়।