মাগুরার মহম্মদপুর উপজেলার ফলশিয়া গ্রাম থেকে গাঁজা রাখা ও সেবনের দায়ে হাসান মোল্যা নামে এক যুবককে সাড়ে তিন মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। সে ওই গ্রামের শাখায়াত মোল্যার বড় ছেলে।
শনিবার সকালে দেড়শো গ্রাম গাঁজাসহ তাকে আটক করা হয়।
গাঁজাসহ ওই যুবককে আটকের পর ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হরেকৃষ্ণ অধিকারী সুমন তাকে দোষি সাবস্ত করে ৩ মাস ১৫ দিন বিনাশ্রম কারাদন্ড ও ২ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন। পরে আটককৃত গাঁজা আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) হরেকৃষ্ণ অধিকারী সুমন জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাগুরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা মাদকসহ তাকে আটক করে। সে নিজের অপরাধ স্বীকার করায় তাকে এই দণ্ড দেয়া হয়েছে।
প্রিন্ট