নাটোরের লালপুর উপজেলার বিলমাড়িয়া বাজারে অতিরিক্ত খাজনা আদায় ও দুই ব্যবসায়ীকে মারধরের অভিযোগে দোকান বন্ধ রেখে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ব্যবসায়ীরা। বুধবার (১৭ এপ্রিল) সকাল সাড়ে ১১ টার দিকে বিলমাড়িয়া হাট বাজার ব্যবসায়ী সমিতির উদ্যোগে এক কর্মসূচি পালন করা হয়।
এ ঘটনায় অতিরিক্ত খাজনা আদায় বন্ধে লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন তারা।
অভিযোগ সূত্রে জানা যায়, গত মঙ্গলবার সন্ধ্যায় বাংলা নতুন বছরের প্রথম হাটবারে ইজারাদারের লোকজন গত বছরের তুলনায় দ্বিগুন খাজনা দাবি করে জোরপূর্বক আদায় করে। বাজারের ব্যবসায়ী রুবেলের কাছে অতিরিক্ত খাজনা চেয়ে না পাওয়ায় ইজারাদারের ভাই জফিরুলের নেতৃত্বে রুবেল ও কর্মচারী আনোয়ারকে মারপিট করে।
এ বিষয়ে বাজারের ব্যবসায়ী আসলাম উদ্দিন ও আনোয়ার হোসেন বলেন, ‘ইজারাদারের দ্বিগুন খাজনা দাবি ও ব্যবসায়ীকে মারধরের প্রতিবাদে আমরা দোকান বন্ধ রেখে বিক্ষোভ সমাবেশ করছি। এ ঘটনায় দোষীদের বিচার চাই।
এ সময় সমাবেশে বক্তব্য দেন সমিতির সভাপতি আজম আলী, সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিন্টু প্রমুখ।
অতিরিক্ত খাজনা আদায়ের বিষয়ে জানতে চাইলে হাটের ইজারাদার মনিরুল ইসলাম অপি বলেন, গতকাল রুবেলের থেকে সরকার নির্ধারিত চাটে ২০ টাকা উল্লেখ থাকলেও তার অর্ধেক ১০ টাকা চাওয়া হয়েছিল। এখানে অতিরিক্ত খাজনা আদায়ের সুযোগ নেই। আর মারধরে কোন ঘটনা ঘটেনি বলেও দাবি করেন তিনি।
এ বিষয়ে লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আখতার বলেন, অভিযোগ পেয়েছি। ঘটনা তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
প্রিন্ট