রাজবাড়ীর কালুখালী উপজেলা পরিষদ নির্বাচনে ৩ পদে ১১ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। সোমবার কালুখালী উপজেলা নির্বাচন অফিসার সাইফুদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৪ জন। এরা হলেন এবিএম রোকনুজ্জামান, মো: এনায়েত হোসেন, আলী উজ্জামান চৌধুরী টিটো ও মো: মাসুদুর রহমান।
ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৪ জন। এরা হলেন মো: রিপন শেখ, রেজাউল করিম, মাহমুদ হাসান সুমনোহর ও মুহাম্মদ ফজলুল হক।
এছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৩ জন। এরা হলেন মোছা: শিল্পী আক্তার, মোছা: ডলি পারভীন ও মোছা: শারমিন আক্তার।
উপজেলা নির্বাচন অফিসার সাইফুদ্দিন জানান, উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে যে সকল প্রার্থীগন মনোনয়নপত্র দাখিল করেছেন তাদের মনোনয়ন আগামী ১৭ এপ্রিল জেলা নির্বাচন অফিসে যাচাই বাছাই হবে। এছাড়া আগামী ২২ এপ্রিল মনোনয়ন প্রত্যাহার,২৩ এপ্রিল প্রতীক বরাদ্দ ও ৮ই মে নির্বাচন অনুষ্ঠিত হবে।
প্রিন্ট