মাদকের বিরুদ্ধে মাগুরা জেলা পুলিশ সুপার মোঃ মশিউদ্দৌলা রেজার বিপিএম(বার), জিরো ট্রলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষ্যে মাগুরার শালিখা থানায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য গাঁজা সহ এক মাদক কারবারিকে, উপজেলার শতখালী এলাকার কাতলী বাজারে কবির সরদারের সারের দোকানের সামনে রাস্তার উপর থেকে আটক করে শালিখা থানার পুলিশ।
শালিখা থানার অফিসার ইনচার্জ মোঃ নাসির উদ্দিনের দিক নির্দেশনায়, এএসআই মোঃ লিটন হোসেনের নেতৃত্বে, এসআই লিটন গাজী (নিরস্ত্র) মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করে।
গত ১৩ এপ্রিল রাত ৮টা ১০মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে শালিখা থানাধীন কাতলী বাজার হইতে ৩০০ (গ্রাম গাঁজা) সহ মাদক কারবারি মোঃ হারুন অর রশিদের পুত্র মোঃ খায়রুল ইসলাম (৩০), সাং-কাতলী থানা-শালিখা জেলা-মাগুরাকে গ্রেফতার করেন।
এ সংক্রান্তে শালিখা থানার অফিসার ইনচার্জ মোঃ নাসির উদ্দিন বলেন, মাদকের বিরুদ্ধে কোন আপস নয় মাদকদ্রব্য নির্মুলে জিরো টলারেন্স নীতিতে অভিযান অবহৃত থাকবে। গ্রেফতারকৃত মাদক কারবারির বিরুদ্ধে শালিখা থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮-এর ৩৬ (১) সারণীর ১৯ (ক) ধারায় মামলা হয়েছে।
প্রিন্ট