পুরোনো গ্লানি, হতাশা, মলিনতাকে পেছনে ফেলে নতুন উদ্যমে এগিয়ে যাওয়ার প্রত্যয়ে বাঙালীর প্রাণের উৎসব পহেলা বৈশাখ ১৪৩১ নানা আয়োজনের মধ্য দিয়ে ফরিদপুরের সদরপুরে পালিত হয়েছে।
পুরোনো গ্লানি, হতাশা, মলিনতাকে পেছনে ফেলে নতুন উদ্যমে এগিয়ে যাওয়ার প্রত্যয়ে বাঙালীর প্রাণের উৎসব পহেলা বৈশাখ ১৪৩১ নানা আয়োজনের মধ্য দিয়ে ফরিদপুরের সদরপুরে পালিত হয়েছে।
সদরপুর উপজেলা প্রশাসনের আয়োজনে বাংলা নববর্ষ ও পহেলা বৈশাখ সকাল ১০টায় জাতীয় সংগীত ও এসো হে বৈশাখ গান পরিবেশনের মধ্য দিয়ে উপজেলা পরিষদের সামন থেকে বাংলা নববর্ষ মঙ্গল শোভাযাত্রা বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।
শোভাযাত্রা শেষে উপজেলা দরবার হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ মোরাদ আলীর সভাপতিত্বে এক মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্টান অনুষ্ঠিত হয়।উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী শফিকুর রহমান।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সদরপুর থানা অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম, উপজেলা পঃ পঃ কর্মকর্তা ডাঃমোহাম্মাদ ওমর ফয়সল, উপজেলা কৃষি কর্মকর্তা নিটুল রায়সহ অন্যান্যরা।
প্রিন্ট