নাটোরের লালপুরে পাওয়ার ট্রলির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে বিপুল হোসেন (৪৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তিনি পাশ্ববর্তী বাঘা উপজেলার সুলতানপুর গ্রামের আক্কাস মিয়ার ছেলে।
রোববার (১৪ এপ্রিল) দুপুর ১২ টার দিকে উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের মহারাজপুর গ্রামের সড়কে এ দুর্ঘটনা ঘটে ।
লালপুর থানার (ওসি) মো. নাছিম আহমেদ বলেন, উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের মহারাজপুর গ্রামের সড়কে যাওয়ার সময় মোটরসাইকেলের সঙ্গে বিপরীত দিক থেকে আসা পাওয়ার ট্রলির মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মোটরসাইকেল আরোহী বিপুল হোসেন গুরুতর আহত হন।
পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে লালপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।ওসি আরো বলেন, এ ঘটনায় মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’
প্রিন্ট