সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে ঝালকাঠির রাজাপুর উপজেলার মঠবাড়ি ইউনিয়নের ডহরশংকর গ্রামের (নাপিতের হাট বাজার) এলাকায়(বুধবার) পবিত্র ঈদুল ফিতর উদযাপন করা হয়েছে।
বুধবার (১০ এপ্রিল) সকাল ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হয় । সৌদি আরবের সঙ্গে মিল রেখে (মঙ্গলবার) রাজাপুরে ডহরশংকর গ্রামে চাঁদরাত পালন করেছে।
এসব তথ্য নিশ্চিত করেছেন দারুস সুন্নাহ জামে মসজিদ কমিটির সভাপতি মো. রিপন। ঈদউল ফিতর উপলক্ষে এই গ্রামের মুসল্লিরা নানা প্রস্তুতি সম্পন্ন করেছেন।
মূলত বিশ্বের যেকোনো স্থানে চাঁদ দেখা যাওয়ার ভিত্তিতে ঝালকাঠির রাজাপুর উপজেলার ডহরশংকর গ্রামের অর্ধশত পরিবারে ঈদ উদযাপিত হয়ে থাকে। এই ঈদের জামাতের ইমামতি করবেন মো. নুরুল ইসলাম।
স্থানীয়রা জানান, মঠবাড়ি ইউনিয়নের ডহসংকর গ্রামের কিছু মুসল্লি তাদের পূর্ব পুরুষ থেকেই সৌদি আরবের সঙ্গে মিল রেখেই পবিত্র ঈদুল ফিতর পালন করে আসছেন। বর্তমানে ওই গ্রামের প্রায় অর্ধশত পরিবার সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন করবেন।
জানা গেছে, ২০১১ সাল থেকে এ উপজেলার ডহরশংকর গ্রামের প্রায় ৪০টি পরিবার সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ ও রোজা পালন করে আসছেন। প্রতি বছর ঈদুল ফিতরের নামাজে প্রায় শতাধিক নারী-পুরুষ অংশ নেন। পুরুষের পাশাপাশি পর্দার ভিতরে থেকে নারীরা একই জামাতে অংশগ্রহণ করেন। নামাজ শেষে তারা কোলাকুলি করেন।
প্রিন্ট