হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার কাকাইলছেও এলাকায় প্রধানমন্ত্রির উপহার দেয়া ৫১ টি ঘরের চাবি হস্থান্তর হলেও বিদ্যু সংযোগ, সুপের পানি এবং পয়নিষ্কাশনের সুবিধা না থাকায় সেখানে উঠেনি একটি পরিবারও। বর্ষাকালে সেখানে পানি উঠে যাওয়ার আশংকা করছে স্থানীয়রা।
সরেজমিনে গিয়ে দেখাযায়, কুশিয়ারা নদীর তীর ঘেঁষা আশ্রয়ন প্রকল্পটির ৫১ টি ঘর তালাবদ্ধ। সেখানে সুনসান নিরবতা। ঘরগুলোর সামনে বিচরন করছে গবাধি পশু। শুধু একজন নারীকে একটি ঘর পরিস্কার করতে দেখা গেছে। রেশমা আক্তার নামে ওই নারীর ঘরের ভিতরে দেখাযায়, মেঝে পাকা করার সময় টযলেটের কমডও ঢালাই হয়ে গেছে। এজন্য টয়লেট ব্যবহার করতে পারছেন না তিনি। এখনও মেলেনী বিদ্যুৎ সংযোগ। ৫১ টি পরিবারের জন্য নেই একটিও নলকুপ। রেশমা আক্তার বলেন, কয়েকদিন আগে ঘরের চাবি পেয়েছি। কিন্তু বিদ্যুৎ সংযোগ, সুপের পানি এবং পয় নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় ঘরটিতে বসবাস করতে পারছিনা। এর পরও ঘরটিকে পরিস্কারের জন্য আমার ছেলেকে নিয়ে এসেছি। তিনি সহ ৫০ টি পরিবারে পক্ষ থেকে আশ্রয়ন প্রকল্পে বিদ্যুৎ সংযোগ ও নলকুপ বসানোসহ অন্যান্য সমস্যাগুলো সমাধানের জন্য দাবি জানিয়েছেন।
স্থানীয়দের সাথে আলাপকালে জানাযায়, জনবসতি থেকে দূরে অবস্থান এবং অন্যান্য সুবিধা না থাকায় উপকার ভুগি পরিবারগুলো সেখানে যাচ্ছে না। নিচু এলাকায় ঘর তৈরীর কারনে বর্ষায় প্রকল্পের ঘরগুলোতে পানি উঠার আশংকা রয়েছে। এব্যাপারে প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করছেন তারা। উপজেলা প্রশাসন সুত্রে জানাযায়, এ উপজেলায় ৮৮ টি ঘর নির্মান করা হলেও হস্তান্তর করা হয়েছে ৭০ টি ঘর। এর মধ্যে কাকাইলছেও এলাকার কুশিয়ারা নদীর তীরে ৫১ টি ঘর।
প্রিন্ট