ঢাকা , মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ৩০ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কালুখালীতে অগ্নিকান্ডে ৪ ব্যবসা প্রতিষ্ঠান ভষ্মীভুতঃ ৪ কোটি টাকার সম্পদের ক্ষতি Logo বোয়ালমারীতে অবৈধ কয়লা কারখানায় ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা Logo মধুখালীতে বাবাকে হাসপাতালে নেওয়ার পথে প্রাণ গেলো মেয়ের, আহত ২ জন Logo সদরপুরে ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক Logo ফরিদপুরে নয় দিনব্যাপী ধর্মীয় অনুষ্ঠান সম্পন্ন Logo ১৪ই মে কালুরঘাট নতুন সেতুর ভিত্তি প্রস্তর স্থাপন করবেন ডঃ মুহাম্মদ ইউনুস Logo চুয়াডাঙ্গার সদর উপজেলায় ভুট্টা ক্ষেত থেকে মরদেহ উদ্ধার Logo ফুলবাড়ীতে RUNNER EXPRESS এর স্বপ্ন অটো শোরুম উদ্বোধন Logo তানোরের হাটবাজারে অপরিপক্ব লিচু দাম আকাশছোঁয়া Logo রাজশাহীতে মোবাইল কোর্টে ৩ জন বালাইনাশক ব্যবসায়ীকে জরিমানা
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন।

কালুখালীর কিং জুট মিল শ্রমিকদের বেতনের দাবীতে অনশন, মালিক উধাও

সবাই ঈদের আনন্দ উপভোগের জন্য ঘরে ফেরা শুরু করলেও রাজবাড়ীর কালুখালী উপজেলার কিং জুট মিলের ৩ শতাধিক শ্রমিক বেতন ও ঈদ বোনাসের দাবীতে অনশন কর্মসূচি পালন করছে। সোমবার দুপুর থেকে মিলের ভিতরে এই অনশন শুরু হয়েছে।

 

অনশনরত শ্রমিকরা জানিয়েছে, মিল মালিক মকলেছুর রহমান তাদের ৩ সপ্তাহের বেতন ও ঈদ বোনাস না দিয়ে পালিয়ে যাওয়ায় তারা এই কর্মসূচি গ্রহন করেছে।

কালুখালীর হরিনবাড়ীয়া গ্রামের শ্রমিক মালেকা, আদুরী ও মমেনা জানায়, এড. আব্দুর রাজ্জাক খানের কাছ থেকে ৪ মাস আগে কিং জুট মিলের দায়িত্ব বুঝে নেয় মকলেছুর রহমান। তিনি দায়িত্ব পাবার পর থেকে শ্রমিকদের ৭ দিন পর পর বেতন পরিশোধ করতেন। তবে গত ২১ দিন ধরে তিনি শ্রমিকদের বেতন দেন না। ঈদের সময় বোনাসসহ এসব টাকা শ্রমিকদের বুঝে দেওয়ার কথা বলে তিনি কাজ করান। সে হিসেবে আজ সোমবার টাকা ও বোনাস দেওয়ার কথা। কিন্তু রাতেই পালিয়ে যান মকলেছুর রহমান।

নিরুপায় হয়ে শ্রমিকরা বিক্ষোভ শুরু করলে কালুখালী থানার অফিসার ইনচার্জ মো: আলমগীর হোসাইন সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে যায়। তিনি শ্রমিকদের শান্ত থাকার পরামর্শ দেন। পরে কালুখালী উপজেলা নির্বাহী অফিসার মহুয়া আফরোজ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সাথে কথা বলেন। তিনি মিল মালিক মকলেছুর রহমানের সাথে যোগাযোগের চেষ্টা করে ব্যর্থ হন।

 

এরই মাঝে শ্রমিকরা বেতন ও বোনাস না পাওয়া পর্যন্ত অনশন কর্মসূচি পালনের ঘোষনা দেন। শ্রমিকরা বলেন, বেতন ও বোনাস না পেলে ঈদ করতে পারবো না। তাই বাড়ী ফিরবো না।

 

বিষয়টি জানার জন্য মিল মালিক মকলেছুর রহমানের মুঠোফোনে ফোন দিলে ফোনটি বন্ধ পাওয়া যায়।


প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

কালুখালীতে অগ্নিকান্ডে ৪ ব্যবসা প্রতিষ্ঠান ভষ্মীভুতঃ ৪ কোটি টাকার সম্পদের ক্ষতি

error: Content is protected !!

কালুখালীর কিং জুট মিল শ্রমিকদের বেতনের দাবীতে অনশন, মালিক উধাও

আপডেট টাইম : ০৫:৪৩ অপরাহ্ন, সোমবার, ৮ এপ্রিল ২০২৪
সাহিদা পারভীন, কালুখালী (রাজবাড়ী) প্রতিনিধি :

সবাই ঈদের আনন্দ উপভোগের জন্য ঘরে ফেরা শুরু করলেও রাজবাড়ীর কালুখালী উপজেলার কিং জুট মিলের ৩ শতাধিক শ্রমিক বেতন ও ঈদ বোনাসের দাবীতে অনশন কর্মসূচি পালন করছে। সোমবার দুপুর থেকে মিলের ভিতরে এই অনশন শুরু হয়েছে।

 

অনশনরত শ্রমিকরা জানিয়েছে, মিল মালিক মকলেছুর রহমান তাদের ৩ সপ্তাহের বেতন ও ঈদ বোনাস না দিয়ে পালিয়ে যাওয়ায় তারা এই কর্মসূচি গ্রহন করেছে।

কালুখালীর হরিনবাড়ীয়া গ্রামের শ্রমিক মালেকা, আদুরী ও মমেনা জানায়, এড. আব্দুর রাজ্জাক খানের কাছ থেকে ৪ মাস আগে কিং জুট মিলের দায়িত্ব বুঝে নেয় মকলেছুর রহমান। তিনি দায়িত্ব পাবার পর থেকে শ্রমিকদের ৭ দিন পর পর বেতন পরিশোধ করতেন। তবে গত ২১ দিন ধরে তিনি শ্রমিকদের বেতন দেন না। ঈদের সময় বোনাসসহ এসব টাকা শ্রমিকদের বুঝে দেওয়ার কথা বলে তিনি কাজ করান। সে হিসেবে আজ সোমবার টাকা ও বোনাস দেওয়ার কথা। কিন্তু রাতেই পালিয়ে যান মকলেছুর রহমান।

নিরুপায় হয়ে শ্রমিকরা বিক্ষোভ শুরু করলে কালুখালী থানার অফিসার ইনচার্জ মো: আলমগীর হোসাইন সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে যায়। তিনি শ্রমিকদের শান্ত থাকার পরামর্শ দেন। পরে কালুখালী উপজেলা নির্বাহী অফিসার মহুয়া আফরোজ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সাথে কথা বলেন। তিনি মিল মালিক মকলেছুর রহমানের সাথে যোগাযোগের চেষ্টা করে ব্যর্থ হন।

 

এরই মাঝে শ্রমিকরা বেতন ও বোনাস না পাওয়া পর্যন্ত অনশন কর্মসূচি পালনের ঘোষনা দেন। শ্রমিকরা বলেন, বেতন ও বোনাস না পেলে ঈদ করতে পারবো না। তাই বাড়ী ফিরবো না।

 

বিষয়টি জানার জন্য মিল মালিক মকলেছুর রহমানের মুঠোফোনে ফোন দিলে ফোনটি বন্ধ পাওয়া যায়।


প্রিন্ট