কুষ্টিয়ার খোকসায় মাহে রমজান উদযাপন উপলক্ষে কোরআন-আল-কারিম এর কিরাআত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলার শোমসপুর আবু তালেব ডিগ্রী কলেজ হলরুমে বিশিষ্ট তথ্য প্রযুক্তিবিদ ও বাপেক্স এর পরিচালক টিম সুফি ফারুক এর আয়োজনে ড. মোঃ আব্দুল মোহাইমেন এর সার্বিক পরিচালনায় চারটি ইউনিয়নে ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত ছাত্র-ছাত্রী এবং হাফেজ শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন প্রতিযোগিতায় সার্বিক পরিচালনা কারী বাশগ্রাম আলাউদ্দিন আহমেদ ডিগ্রী কলেজ এর সহকারী অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুল মোহাইমেন, খোকসা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ সাইদুল ইসলাম প্রবীন, হাফেজ মাওলানা মোঃ সাদ্দাম হোসাইন, হাফেজ মাছিনুর রহমান, হাফেজ মোঃ ইমরান হাসান ও ভিসিডি মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক খায়রুল ইসলাম প্রমুখ।
প্রতিযোগিতায় প্রায় ৫০ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন এদের মধ্য থেকে শোমসপুর ইউনিয়নে মোঃ ইয়ামিন হোসেন, গোপগ্রাম ইউনিয়নের মোঃ সোহানুর রহমান, জয়ন্তী হাজরা ইউনিয়নের মো: হোসেন আলিফ হোসেন, আমবাড়িয়া ইউনিয়নের জুয়েল রানা প্রতিযোগিতার প্রথম স্থান অধিকার করেন।
খোকসা কুমারখালী উপজেলায় এই প্রতিযোগিতার আয়োজন করা হয় প্রথম পর্যায়ে খোকসা কলেজ অডিটোরিয়ামে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়, দ্বিতীয় পর্যায়ে আজকে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
প্রত্যেক ইউনিয়ন থেকে প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার কারীদের নিয়ে আগামীতে উপজেলা পর্যায়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে প্রতিযোগিতায় সেরাদের মাঝে পুরস্কার প্রদান করা হবে।
প্রিন্ট