ফরিদপুরের বোয়ালমারীতে পূর্ব শত্রুতার জের ও গ্রাম্য আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বুধবার সকালে প্রায় ২০ বাড়িঘর ভাংচুর করা হয়েছে। এ সময় বিবদমান গ্রুপের মধ্যে সংঘর্ষে সাতপুলিশ সহ ১৪জন আহত হয়েছে।
জানা গেছে, উপজেলার পরমেশ্বরদী ইউনিয়নের পরমেশ্বরদী গ্রামের ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মাসুদ শেখ ও সরোয়ার খাঁ গ্রুপ এবং একই গ্রামের ২ নং ওয়ার্ডের ইউপি মেম্বার সোহেল ও ইউনিয়ন আ’লীগের মানব উন্নয়ন বিষয়ক সম্পাদক মান্নান মাতুব্বরের সমর্থকদের মধ্যে বুধবার (১৯ মে) সকালে পরমেশ্বরদী গ্রামে সংঘর্ষ হয়।
সংঘর্ষে সাত পুলিশ সদস্য সহ উভয় পক্ষের ১৪জন আহত হয়। উভয় পক্ষের মারাত্মক আহত ৪ জনকে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ভর্তিকৃতরা হলেন পরমেশ্বরদী ইউনিয়নের ময়েনদিয়া গ্রামের সুজন শেখ (২৫), সুমন বিশ্বাস (৩০), নিজান (২০) ও ইব্রাহীম (৩০)। এছাড়া আহত তিন পুলিশ সদস্যকে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগ থেকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. কে এম মাহমুদুর রহমান বলেন, আহতদের প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া আহত পুলিশ সদস্যদের হাসপাতালের জরুরি বিভাগ থেকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
এ ব্যাপারে মান্নান মাতুব্বর বলেন, পূর্ব শত্রুতার জেরে বুধবার সকালে মাসুদের লোকজন আমার গ্রুপের লোকদের বাড়িঘর ভাংচুর করে। বিষয়টি আমি আগেই আঁচ করতে পেরে বোয়ালমারী ও সালথা থানা কে জানিয়েছিলাম।
মাসুদ শেখ বলেন, মান্নান মাতুব্বরের সাথে দল না করায় সে প্রায়ই আমার লোকদের লাঞ্ছিত করত। গত সোমবার আমার চাচা ময়েনদিয়া বাজারে গেলে তাকে আক্রমণের চেষ্টা করলে তিনি দ্রুত মোটরসাইকেলযোগে ঘটনাস্থল ত্যাগ করেন। এ ঘটনায় বোয়ালমারী থানায় একটি অভিযোগও দেওয়া আছে। বুধবার সকালে মান্নান মাতুব্বরের লোকজন আমার গ্রুপের লোকদের উপর অতর্কিতে আক্রমণ করে এবং বাড়িঘর ভাংচুর করে।
এ ব্যাপারে বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নুরুল আলম বলেন, এ ঘটনায় ঘটনাস্থল থেকে ১২ জনকে আটককরা হয়েছে। এখনো কোন পক্ষে রলিখিত অভিযোগ পাইনি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।
প্রিন্ট