গতকাল বিকেল কুষ্টিয়ার দৌলতপুরে সাজেদা ফাউন্ডেশনের আল্লারদর্গা শাখা অফিসের “উত্তরণ” কর্মসূচির উদ্যোগে গাছেরদিয়ার কমিউনিটি ডেভেলপমেন্ট কমিটির সহযোগিতায় গাছেরদিয়ার গ্রামের সদস্যদের মাঝে ইফতার সামগ্রী ও ইদ উপলক্ষ্যে সেমাই চিনি বিতরণ করা হয়।
প্রোগ্রামটির সভাপতিত্ব করেন কমিটির সাধারন সম্পাদক মো: নিহারুল ইসলাম, অনুষ্ঠানটি সঞ্চালন করেন প্রোগ্রাম অফিসার লাইভলিহুড মোঃ মাওজুদুল ইসলাম, সহযোগিতা করেন মোঃ আমিনুল ইসলাম।