রাজশাহীর তানোরে আলু কুড়াতে গিয়ে দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে এক আদিবাসী নারী। এ ঘটনায় তিনজনকে আটক করেছে তানোর থানা পুলিশ। আটককৃতরা হলেন, উপজেলার কলমা ইউনিয়নের (ইউপি) চকরতিরা (শালতলা) গ্রামের বাজুন মার্ডীর পুত্র সামুয়েল মার্ডী (২৫),কিলিশ মুর্মুর পুত্র রুবেল মুর্মু(২১) ও নরেশ হাঁসদার পুত্র শিবেন হাঁসদা(২২)। গত ২৩ মার্চ রোববার দিবাগত রাতে উপজেলার কলমা ইউনিয়নের (ইউপি) শালতলা গ্রামে এই ঘটনা ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমাস্তাপুর উপজেলার রতনপুর এলাকার জনৈক ব্যক্তির কন্যা (২০) তার দুই বোনকে নিয়ে কলমা ইউনিয়নের শালতলা গ্রামে আত্মীয়র বাড়িতে বেড়াতে এসে মাঠে আলু কুড়াতে যায়। আলু কুড়াতে গিয়ে সামুয়েল মার্ডীর সঙ্গে তার পরিচয় হয়। এদিকে পরিচয়ের সুত্র ধরে মোবাইল ফোনে রাত সাড়ে ৯ টার দিকে সামুয়েল মার্ডী ওই নারীকে তার পিসির বাড়ির পিছনে একটি আম বাগানে ডাকেন। সেখানে ওই নারী উপস্থিত হলে, তারা দলবদ্ধ হয়ে তাকে হাত পা বেঁধে ধর্ষণ করে পালিয়ে যায়।
পরবর্তীতে ওই নারীর চিৎকারে প্রতিবেশীরা এসে তাকে বিধ্বস্ত অবস্থায় উদ্ধার বাড়িতে নিয়ে যায়। এঘটনায় একইদিন ভিকটিম বাদি হয়ে স্যামুয়েলসহ তিনজনকে আসামি করে ধর্ষণ মামলা করেন।
এদিকে জেলা পুলিশ সুপারের (এসপি) ও সহকারী পুলিশ সুপারের (এএসপি) (গোদাগাড়ী সার্কেল) নির্দেশনায় তানোর থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে তিনজনকে আটক করেছেন।
এবিষয়ে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহিম জানান, দলবদ্ধ ধর্ষণের ঘটনায় থানায় মামলা করা হলে, বিশেষ অভিযান পরিচালনা করে আসামীদের আটক করা হয়।
প্রিন্ট