ফরিদপুরে ইসলামিক ফাউণ্ডেশনের ৪৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে ফরিদপুর জেলা ইসলামিক ফাউণ্ডেশনের উদ্যোগে সংস্থার উপ পরিচালক জনাব মোঃ শাহাবুদ্দিনের সভাপতিত্বে আজ রবিবার সকাল সাড়ে নয়টায় শহরের পুরাতন বাসস্ট্যান্ডস্থ মডেল মসজিদ অডিটোরিয়ামে র্্যালী, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন, ফরিদপুরের জেলা প্রশাসক মোঃ কামরুল আহসান তালুকদার।
বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার ইমদাদ হুসাইন, ইসলামিক ফাউণ্ডেশন ফরিদপুরের ফিল্ড অফিসার মোঃ রাসেল। এ সময় অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।
আলোচনা সভায় বক্তারা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার পরে এদেশে ইসলামের প্রচার ও প্রসারে ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন। ইসলামের শিক্ষা ও সৌন্দর্যকে ধারণ করতে পারলে সমাজের সব রকমের অস্থিরতা দূর হবে, শান্তিময় সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে।মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার ইসলামিক ফাউন্ডেশনকে আরো গতিশীল করেছে। দেশের জেলা ও উপজেলা পর্যায়ে মডেল মসজিদ স্থাপন করা হয়েছে। কওমী মাদ্রাসাকে স্বীকৃতি প্রদান করা হয়েছে।
প্রিন্ট