ঢাকা , শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১১ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন।

কুষ্টিয়ায় আ.লীগ নেতাকে তুলে নিয়ে নির্যাতনের অভিযোগ

কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান সদর উদ্দিন খানের বিরুদ্ধে খোকসা থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেনকে বাসায় তুলে নিয়ে নির্যাতনের অভিযোগ উঠেছে। গতকাল বৃস্পতিবার (২১ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে খোকসা থানা উপজেলার শমসপুর বাজারের রাস্তা থেকে তুলে নিয়ে সদর খানের বাড়িতে নিয়ে নির্যাতন করা হয় বলে দাবি ভুক্তভোগীর।

উপজেলা আওয়ামী লীগ নেতা আলমগীর হোসেনকে রাস্তা থেকে তুলে নেওয়ার সিসিটিভি ফুটেজ ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় আহত আলমগীর হোসেনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আলমগীর হোসেন অভিযোগ করে বলেন, আসন্ন উপজেলা নির্বাচনে জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খানের ভাই রহিম উদ্দিন খানের পক্ষে নির্বাচন করতে না চাওয়ায় এমন নির্যাতনের স্বীকার হয়েছি। এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।

এদিকে এ ঘটনায় স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে চরম ক্ষোভ সৃষ্টি হয়েছে। খোকসা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বাবুল আক্তার বলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খানের এমন কর্মকাণ্ডে হতবাক সবাই। তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থার দাবি জানাই।

জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খানের কাছে মোবাইল ফোনে অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি কিছুই জানেন না বলে সংযোগ কেটে দেন।

 

 

কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (এসপি) পলাশ কান্তি নাথ বলেন, বিষয়টি শুনেছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

কুষ্টিয়ায় আ.লীগ নেতাকে তুলে নিয়ে নির্যাতনের অভিযোগ

আপডেট টাইম : ০২:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২২ মার্চ ২০২৪

কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান সদর উদ্দিন খানের বিরুদ্ধে খোকসা থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেনকে বাসায় তুলে নিয়ে নির্যাতনের অভিযোগ উঠেছে। গতকাল বৃস্পতিবার (২১ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে খোকসা থানা উপজেলার শমসপুর বাজারের রাস্তা থেকে তুলে নিয়ে সদর খানের বাড়িতে নিয়ে নির্যাতন করা হয় বলে দাবি ভুক্তভোগীর।

উপজেলা আওয়ামী লীগ নেতা আলমগীর হোসেনকে রাস্তা থেকে তুলে নেওয়ার সিসিটিভি ফুটেজ ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় আহত আলমগীর হোসেনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আলমগীর হোসেন অভিযোগ করে বলেন, আসন্ন উপজেলা নির্বাচনে জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খানের ভাই রহিম উদ্দিন খানের পক্ষে নির্বাচন করতে না চাওয়ায় এমন নির্যাতনের স্বীকার হয়েছি। এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।

এদিকে এ ঘটনায় স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে চরম ক্ষোভ সৃষ্টি হয়েছে। খোকসা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বাবুল আক্তার বলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খানের এমন কর্মকাণ্ডে হতবাক সবাই। তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থার দাবি জানাই।

জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খানের কাছে মোবাইল ফোনে অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি কিছুই জানেন না বলে সংযোগ কেটে দেন।

 

 

কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (এসপি) পলাশ কান্তি নাথ বলেন, বিষয়টি শুনেছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।