কুষ্টিয়ায় বাজারমূল্য থেকে কিছুটা কমে গরুর মাংস বিক্রয় শুরু হয়েছে। বৃহস্পতিবার (২১ মার্চ) সকাল ৯টায় শহরের পৌরবাজারে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
জেলা প্রাণিসম্পদ অফিসের আয়োজনে এ কার্যক্রমের উদ্বোধন করেন কুষ্টিয়া অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) আব্দুল ওয়াদুদ। এ সময় কুষ্টিয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা পার্থ প্রতিম শীল, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আল মামুন হোসেনসহ মাংস বিক্রেতা ও ক্রেতারা উপস্থিত ছিলেন।
বৃহস্পতিবার থেকে পৌর বাজারের একটি দোকানে ৬৭০ টাকা কেজি দরে গরুর মাংস বিক্রি হবে। এতে কিছুটা কম দামে মাংস কিনতে পারবেন সাধারণ মানুষ।
দীর্ঘ দিন ধরে কুষ্টিয়ার বাজারে গরুর মাংস ৭৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
প্রিন্ট