বৃহস্পতিবার রাজবাড়ীর কালুখালী উপজেলায় স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। লাইফস্টাইল, হেলথ এডুকেশন, স্বাস্থ্য শিক্ষা ব্যুরো এবং স্বাস্থ্য ও পরিবার কল্যান বিভাগ এই কর্মসূচির আয়োজন করে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কর্মশালার সভা প্রধান ছিলেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: ইসরাত জাহান উম্মন।
কর্মশালায় সিভিল সার্জন কার্যালয়ের সিনিয়র হেলথ এডুকেশন অফিসার কাজী মকাররমা মাঞ্জুরা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা: আকতার হোসেন, কনসালট্যান্ট ( গাইনী এন্ড অবস) ডা: নাহিদা ইয়াসমিন প্রমুখ বক্তব্য রাখেন।
- আরও পড়ুনঃ ৮ মে প্রথম ধাপে ১৫২ উপজেলায় নির্বাচন
কর্মশালায় খাদ্য নিরাপত্তা, খাদ্য স্বাস্থ্য বিধি, রক্তশূন্যতা ও পুষ্টি এবং বার্ধক্য বিষয়ে আলোচনা করা হয়। দিনব্যাপী অনুষ্ঠিত কর্মশালায় শিক্ষক, জনপ্রতিনিধি, সাংবাদিক, ইমাম, স্বাস্থ্যকর্মী সহ বিভিন্ন পেশাজীবি সংগঠনের প্রতিনিধিগন উপস্থিত ছিলেন।