ঢাকা , বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বিএমডিএর অপরাধমূলক কর্মকাণ্ডের তদন্তে ৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন Logo কুষ্টিয়ার সীমান্তে বিজিবি–বিএসএফ সেক্টর কমান্ডার পর্যায়ের সৌজন্য সাক্ষাৎ Logo যশোরের মণিরামপুরে শহীদ মুক্তিযোদ্ধা কলেজের সভাপতি হলেন লিটন মোড়ল Logo নাটোরের নলডাঙ্গায় পার্টনার কংগ্রেস সমাবেশ অনুষ্ঠিত Logo নরসিংদীতে কালী কুমার ইনস্টিটিউশন স্কুল অ্যান্ড কলেজ মাঠে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ Logo লোহারটেক উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাওলানা আব্দুল আলিম আর নেই Logo লালপুরে স্কুলে টিফিনের ফাঁকে গাঁজা বিক্রিকালে মাদক ব্যবসায়ী আটক Logo তানোরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর এক নারীকে ধর্ষণের চেষ্টা Logo কালাইয়ে অটোভ্যানের সোকাব ভেঙ্গে চালক নিহত Logo টেকনোলজির উন্নয়ন ও সামাজিক অবক্ষয়
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন।

ভেড়ামারায় ১০ টাকা কেজিতে বেগুন !

মাত্র কয়েকদিনের ব্যবধানে ৬০/৭০ টাকা কেজি দরের বেগুন এখন ১০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। অবিশ্বাস্য হলেও এটাই সত্য। কুষ্টিয়ার ভেড়ামারাতে এত কম দামে বেগুন বিক্রি এই মৌসুমেই প্রথম।

বুধবার (২০ মার্চ) সকাল ৮টায় উপজেলার কলেজ বাজারে বেগুন ১০ টাকা কেজি দরে বেচাকেনা হয়। অথচ রমজানের প্রথম দিন (১২ মার্চ) সকালে ভেড়ামারা বাজারে ৭০ টাকা কেজি দরে বেগুন বিক্রি হয়েছে।

মধ্য বাজারের সবজি বিক্রেতা আবুল হোসেন বলেন, আজ বাজারে ব্যাপক সবজির আমদানী হয়েছে। বিশেষ করে বেগুন ও পাতাকপিতে বাজার ভরপুর। বাজারের সবচেয়ে ভালো বেগুন বিক্রি হচ্ছে ১০ টাকা কেজিতে। আর একটু নিম্নমানের বেগুন ৮ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

আরশেদ নামে আরেক সবজি বিক্রেতা বলেন, গতকাল সকালে ভেড়ামারা পৌর মার্কেটের সবজি বাজারে বেগুন খুচরা বিক্রি হয়েছে ১০ থেকে ২০ টাকা কেজি দরে। আজ সকালে বাজারে এসে দেখি বেগুনের বাজারদর পুরোই পাল্টে গেছে।

এতো বেশি বেগুনের আমদানী হয়েছে যে বেগুন কেনার ক্রেতাই পাওয়া যাচ্ছে না। যে যার মতো কমদামে বেগুন বিক্রি করছে। আমি ৪৫০ টাকা মণ বেগুন কিনে ৪০০ টাকা মণ বিক্রি করছি। কিছুতো করার নেই কাঁচামালের ব্যবসা এমনই হয়।

বার মাইল গ্রামের বেগুন চাষি মমিনুর রহমান মমিন বলেন, অসময়ের বেগুন চাষে গতবছর রমজানে চাষিরা বেগুনের ভালো দাম পেয়েছিল। তাই এবারো অনেকেই বেগুন চাষ করেছে। কিন্তু এবার বেগুনের দাম তুলনামূলক অনেক কম। বেগুন চাষিদের এবার লোকসান গুনতে হবে।

বাজারে সবজি কিনতে আসা ফারাকপুর গ্রামের আব্দুল রাজ্জাক বলেন, বেগুনের দাম শুনে আমি নিজেই অবাক হলাম। গত বছর রমযানে প্রতি কেজি বেগুন ৬০ থেকে ৯০ টাকা কেজি দরে কিনেছি। এবার হাটে এসে দেখছি বেগুন ১০ টাকা কেজি। তাই এক কেজি বেগুন নেয়ার ইচ্ছা থাকলেও দাম শুনে দুই কেজি কিনেছি।

ক্ষেমিরদিয়াড় গ্রামের ছবির উদ্দিন বলেন, ৫ কেজি বেগুন আর ১০ কেজি পাতা কফি কিনেছি। কোমা বা একটু নষ্ট বেগুন ও পাতা কফি দুইটাই ৫ টাকা কেজি দরে কিনেছি। এগুলো ছাগলকে খাওয়াবো। বাজারে এক কেজি ভূষি ৫০ টাকা। সবজির দাম কমে গেছে তাই ভাবছি কয়েকদিন ছাগলকে সবজি খাওয়াবো।

ভেড়ামারা বৃহৎ সবজির আড়তদার হেলাল হোসেন বলেন, ভেড়ামারাতে প্রচুর সবজির আবাদ হয়। পাশাপাশি বেগুন, আলু ও কাঁচামরিচ, পেঁয়াজসহ বেশি কিছু সবজি ও মসলা জাতীয় পণ্য পাশের জেলা-উপজেলা থেকে আড়তে আনা হয়।

প্রথম রমজানে বেগুনের যে দাম ছিল এখন তার চার ভাগের একভাগ দামও নেই। প্রথম দিন ৭০-৮০ টাকা কেজি দরে বেগুন বেচাকেনা হয়েছে। গত দুই দিন ১০ থেকে ১৫ টাকা কেজি দরে বেগুন বেচাকেনা হচ্ছে।

 

তিনি বলেন, কাঁচামালের বাজার আমদানীর উপর নির্ভর করে। দুই চারদিনের মধ্যে বেগুনের দাম আবার বেড়েও যেতে পারে।


প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

বিএমডিএর অপরাধমূলক কর্মকাণ্ডের তদন্তে ৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন

error: Content is protected !!

ভেড়ামারায় ১০ টাকা কেজিতে বেগুন !

আপডেট টাইম : ০৩:১৬ অপরাহ্ন, বুধবার, ২০ মার্চ ২০২৪
ইসমাইল হোসেন বাবু, স্টাফ রিপোর্টার :

মাত্র কয়েকদিনের ব্যবধানে ৬০/৭০ টাকা কেজি দরের বেগুন এখন ১০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। অবিশ্বাস্য হলেও এটাই সত্য। কুষ্টিয়ার ভেড়ামারাতে এত কম দামে বেগুন বিক্রি এই মৌসুমেই প্রথম।

বুধবার (২০ মার্চ) সকাল ৮টায় উপজেলার কলেজ বাজারে বেগুন ১০ টাকা কেজি দরে বেচাকেনা হয়। অথচ রমজানের প্রথম দিন (১২ মার্চ) সকালে ভেড়ামারা বাজারে ৭০ টাকা কেজি দরে বেগুন বিক্রি হয়েছে।

মধ্য বাজারের সবজি বিক্রেতা আবুল হোসেন বলেন, আজ বাজারে ব্যাপক সবজির আমদানী হয়েছে। বিশেষ করে বেগুন ও পাতাকপিতে বাজার ভরপুর। বাজারের সবচেয়ে ভালো বেগুন বিক্রি হচ্ছে ১০ টাকা কেজিতে। আর একটু নিম্নমানের বেগুন ৮ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

আরশেদ নামে আরেক সবজি বিক্রেতা বলেন, গতকাল সকালে ভেড়ামারা পৌর মার্কেটের সবজি বাজারে বেগুন খুচরা বিক্রি হয়েছে ১০ থেকে ২০ টাকা কেজি দরে। আজ সকালে বাজারে এসে দেখি বেগুনের বাজারদর পুরোই পাল্টে গেছে।

এতো বেশি বেগুনের আমদানী হয়েছে যে বেগুন কেনার ক্রেতাই পাওয়া যাচ্ছে না। যে যার মতো কমদামে বেগুন বিক্রি করছে। আমি ৪৫০ টাকা মণ বেগুন কিনে ৪০০ টাকা মণ বিক্রি করছি। কিছুতো করার নেই কাঁচামালের ব্যবসা এমনই হয়।

বার মাইল গ্রামের বেগুন চাষি মমিনুর রহমান মমিন বলেন, অসময়ের বেগুন চাষে গতবছর রমজানে চাষিরা বেগুনের ভালো দাম পেয়েছিল। তাই এবারো অনেকেই বেগুন চাষ করেছে। কিন্তু এবার বেগুনের দাম তুলনামূলক অনেক কম। বেগুন চাষিদের এবার লোকসান গুনতে হবে।

বাজারে সবজি কিনতে আসা ফারাকপুর গ্রামের আব্দুল রাজ্জাক বলেন, বেগুনের দাম শুনে আমি নিজেই অবাক হলাম। গত বছর রমযানে প্রতি কেজি বেগুন ৬০ থেকে ৯০ টাকা কেজি দরে কিনেছি। এবার হাটে এসে দেখছি বেগুন ১০ টাকা কেজি। তাই এক কেজি বেগুন নেয়ার ইচ্ছা থাকলেও দাম শুনে দুই কেজি কিনেছি।

ক্ষেমিরদিয়াড় গ্রামের ছবির উদ্দিন বলেন, ৫ কেজি বেগুন আর ১০ কেজি পাতা কফি কিনেছি। কোমা বা একটু নষ্ট বেগুন ও পাতা কফি দুইটাই ৫ টাকা কেজি দরে কিনেছি। এগুলো ছাগলকে খাওয়াবো। বাজারে এক কেজি ভূষি ৫০ টাকা। সবজির দাম কমে গেছে তাই ভাবছি কয়েকদিন ছাগলকে সবজি খাওয়াবো।

ভেড়ামারা বৃহৎ সবজির আড়তদার হেলাল হোসেন বলেন, ভেড়ামারাতে প্রচুর সবজির আবাদ হয়। পাশাপাশি বেগুন, আলু ও কাঁচামরিচ, পেঁয়াজসহ বেশি কিছু সবজি ও মসলা জাতীয় পণ্য পাশের জেলা-উপজেলা থেকে আড়তে আনা হয়।

প্রথম রমজানে বেগুনের যে দাম ছিল এখন তার চার ভাগের একভাগ দামও নেই। প্রথম দিন ৭০-৮০ টাকা কেজি দরে বেগুন বেচাকেনা হয়েছে। গত দুই দিন ১০ থেকে ১৫ টাকা কেজি দরে বেগুন বেচাকেনা হচ্ছে।

 

তিনি বলেন, কাঁচামালের বাজার আমদানীর উপর নির্ভর করে। দুই চারদিনের মধ্যে বেগুনের দাম আবার বেড়েও যেতে পারে।


প্রিন্ট