মাত্র কয়েকদিনের ব্যবধানে ৬০/৭০ টাকা কেজি দরের বেগুন এখন ১০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। অবিশ্বাস্য হলেও এটাই সত্য। কুষ্টিয়ার ভেড়ামারাতে এত কম দামে বেগুন বিক্রি এই মৌসুমেই প্রথম।
বুধবার (২০ মার্চ) সকাল ৮টায় উপজেলার কলেজ বাজারে বেগুন ১০ টাকা কেজি দরে বেচাকেনা হয়। অথচ রমজানের প্রথম দিন (১২ মার্চ) সকালে ভেড়ামারা বাজারে ৭০ টাকা কেজি দরে বেগুন বিক্রি হয়েছে।
মধ্য বাজারের সবজি বিক্রেতা আবুল হোসেন বলেন, আজ বাজারে ব্যাপক সবজির আমদানী হয়েছে। বিশেষ করে বেগুন ও পাতাকপিতে বাজার ভরপুর। বাজারের সবচেয়ে ভালো বেগুন বিক্রি হচ্ছে ১০ টাকা কেজিতে। আর একটু নিম্নমানের বেগুন ৮ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
আরশেদ নামে আরেক সবজি বিক্রেতা বলেন, গতকাল সকালে ভেড়ামারা পৌর মার্কেটের সবজি বাজারে বেগুন খুচরা বিক্রি হয়েছে ১০ থেকে ২০ টাকা কেজি দরে। আজ সকালে বাজারে এসে দেখি বেগুনের বাজারদর পুরোই পাল্টে গেছে।
এতো বেশি বেগুনের আমদানী হয়েছে যে বেগুন কেনার ক্রেতাই পাওয়া যাচ্ছে না। যে যার মতো কমদামে বেগুন বিক্রি করছে। আমি ৪৫০ টাকা মণ বেগুন কিনে ৪০০ টাকা মণ বিক্রি করছি। কিছুতো করার নেই কাঁচামালের ব্যবসা এমনই হয়।
বার মাইল গ্রামের বেগুন চাষি মমিনুর রহমান মমিন বলেন, অসময়ের বেগুন চাষে গতবছর রমজানে চাষিরা বেগুনের ভালো দাম পেয়েছিল। তাই এবারো অনেকেই বেগুন চাষ করেছে। কিন্তু এবার বেগুনের দাম তুলনামূলক অনেক কম। বেগুন চাষিদের এবার লোকসান গুনতে হবে।
বাজারে সবজি কিনতে আসা ফারাকপুর গ্রামের আব্দুল রাজ্জাক বলেন, বেগুনের দাম শুনে আমি নিজেই অবাক হলাম। গত বছর রমযানে প্রতি কেজি বেগুন ৬০ থেকে ৯০ টাকা কেজি দরে কিনেছি। এবার হাটে এসে দেখছি বেগুন ১০ টাকা কেজি। তাই এক কেজি বেগুন নেয়ার ইচ্ছা থাকলেও দাম শুনে দুই কেজি কিনেছি।
ক্ষেমিরদিয়াড় গ্রামের ছবির উদ্দিন বলেন, ৫ কেজি বেগুন আর ১০ কেজি পাতা কফি কিনেছি। কোমা বা একটু নষ্ট বেগুন ও পাতা কফি দুইটাই ৫ টাকা কেজি দরে কিনেছি। এগুলো ছাগলকে খাওয়াবো। বাজারে এক কেজি ভূষি ৫০ টাকা। সবজির দাম কমে গেছে তাই ভাবছি কয়েকদিন ছাগলকে সবজি খাওয়াবো।
ভেড়ামারা বৃহৎ সবজির আড়তদার হেলাল হোসেন বলেন, ভেড়ামারাতে প্রচুর সবজির আবাদ হয়। পাশাপাশি বেগুন, আলু ও কাঁচামরিচ, পেঁয়াজসহ বেশি কিছু সবজি ও মসলা জাতীয় পণ্য পাশের জেলা-উপজেলা থেকে আড়তে আনা হয়।
প্রথম রমজানে বেগুনের যে দাম ছিল এখন তার চার ভাগের একভাগ দামও নেই। প্রথম দিন ৭০-৮০ টাকা কেজি দরে বেগুন বেচাকেনা হয়েছে। গত দুই দিন ১০ থেকে ১৫ টাকা কেজি দরে বেগুন বেচাকেনা হচ্ছে।
তিনি বলেন, কাঁচামালের বাজার আমদানীর উপর নির্ভর করে। দুই চারদিনের মধ্যে বেগুনের দাম আবার বেড়েও যেতে পারে।
প্রিন্ট