মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে পাবনার চাটমোহর থানা পুলিশ নুয়েল গমেজ (৩২) নামক এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
আটককৃত নুয়েল গমেজ উপজেলার মথুরাপুর ইউনিয়নের গোয়ালবাড়িয়া গ্রামের নিখিল গমেজের ছেলে।
থানা সূত্রে জানা গেছে, শনিবার(১৫মে) দিবাগত রাতে পুলিশ অভিযান চালিয়ে উপজেলার মথুরাপুর ইউনিয়নের গোয়ালবাড়িয়ায় নিজ বসতবাড়ি থেকে তাকে আটক করা হয় । এসময় নুয়েলের বসতবাড়ির পাশে সুপারি বাগান থেকে ১০টি গাজার গাছ (আনুমানিক ৩ কেজি) এবং ঘরে রক্ষিত ৫ লিটার দেশী চোলাইমদ উদ্ধার করে।
চাটমোহর থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম জানান, এ ব্যাপারে রবিবার মাদক নিয়ন্ত্রন আইনে একটি মামলা হয়েছে। আটককৃতকে আদালতে সোপর্দ করা হয়েছে।
প্রিন্ট