ফরিদপুরের মধুখালীতে মাঠ দিবস ও কৃষক সমাবেশ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৯ মার্চ ২০২৪ইং) সকাল ১১ ঘটিকায় মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট আঞ্চলিক কার্যালয় ফরিদপুর এর আয়োজনে মধুখালী উপজেলাধীন কামালদিয়া ইউনিয়নের ছেনখালি ব্রীজ সংলগ্ন ঝাউহাটি গ্রামে আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ কামরুল আহসান তালুকদার, পিএএ, জেলা প্রশাসক, ফরিদপুর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মামনুন আহমেদ অনীক, উপজেলা নির্বাহী কর্মকর্তা, মধুখালী। মোঃ আলভির রহমান, কৃষি কর্মকর্তা, মধুখালী উপজেলা। সুদেব সাহা, প্রাণিসম্পদ কর্মকর্তা, মধুখালী উপজেলা। কল্লোল সাহা, সমাজসেবা কর্মকর্তা, মধুখালী উপজেলা।
মোঃ মুরাদুজ্জামান মুরাদ, ভাইস চেয়ারম্যান, মধুখালী উপজেলা সহ স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার কৃষক ও সাংবাদিকবৃন্দ।
আলোচনা সভায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,আগামীতে বাংলাদেশে খাদ্যের সামগ্রিক উৎপাদন বৃদ্ধি করা জন্য সরকারি ভাবে গুনগতমান সম্পন্ন বীজ বিতরণ করা হবে এবং কৃষকদের সার্বিক উন্নয়নে সব ধরনের সরকারি সহায়তা প্রদান করা হবে।
প্রিন্ট