ঢাকা , রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫, ১৩ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo দুইশ বছর পরেও স্মরণ করার মানে হচ্ছে প্রশ্নাতীতভাবে ‘মাইকেল মধুসূদন অমর’ Logo পাবনা মিছিল করতে গিয়ে ছাত্রলীগের সভাপতিসহ গ্রেপ্তার ৫ Logo কুমারখালীতে দেড়শ রক্তদাতাকে সম্মাননা প্রদান করলো ইয়থ ডেভলপমেন্ট ফোরাম Logo আমিরাতের ৫২ জন সিআইপিকে সম্মাননা প্রদান Logo গুঁজিশহর মেলা বাণিজ্যের অর্থ নয়ছয় দুদুকের হস্তক্ষেপ কামনা Logo নাটোরে মিষ্টিতে ভ্যাট না কমালে আন্দোলনে নামার হুঁশিয়ারি রেস্তোরাঁ মালিক সমিতির Logo বড়াইগ্রামে লালন স্মরণ উৎসব অনুষ্ঠিত Logo সদ্য কারা মুক্ত বিডিআর সদস্যকে ভেড়ামারা বিডিআর কল্যাণ পরিষদ ফুল দিয়ে সংবর্ধনা Logo জাকিরের যন্ত্রণায় জনজীবন অতিষ্ঠ, প্রশাসন নির্বিকার Logo সময়ের প্রত্যাশা’য় সংবাদ প্রকাশের পর বসন্তপুর বিলের জলাবদ্ধতার সমাধান
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন।

আলফাডাঙ্গায় দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প ৪০০ রোগীকে সেবাপ্রদান

ফরিদপুরের আলফাডাঙ্গায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে ৪ শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে।

 

সোমবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত পৌর এলাকার বুড়াইচ শামছুল উলুম হাফেজিয়া ও নূরানী মাদরাসা প্রাঙ্গণে এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করে ‘হৃদয়ে আলফাডাঙ্গা’ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। ক্যাম্পের সহযোগিতায় ছিলেন আলফাডাঙ্গা কলেজ রোডের এ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টার।

 

দিনব্যাপী কর্মসূচীতে গাইনী, মেডিসিন, হৃদরোগ এবং মা ও শিশুসহ বিভিন্ন রোগের বিশেষজ্ঞ টিম চিকিৎসাসেবা প্রদান করেন। এছাড়াও ক্যাম্পে আগত রোগীদের বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা, প্রেসার ও ওজন পরিমাপ করা হয়।

 

এদিকে বিনামূল্যে এই চিকিৎসা সেবা পেয়ে খুশি হয়েছেন সাধারণ মানুষজন।

 

ফ্রি সেবা নিতে নিজের ৮ মাসের বাচ্চা নিয়ে এসেছেন আমেনা বেগম (২৯)। তিনি বলেন, সকালে জানতে পারলাম যে আজকে ডাক্তার ফ্রি রোগী দেখবে। খবর পেয়ে আমার বাচ্চাকে নিয়ে এসেছি। ডাক্তার দেখে ওষুধ লিখে দিলো।

 

চিকিৎসাসেবা নিতে আসা মুজিবুর রহমান (৪৮) নামে এক ব্যক্তি বলেন, ‘কয়েক দিন থেকে সর্দি-কাশিতে ভুগছি। খবর পেয়ে এই ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসাসেবা নিতে এসেছি। গরিব মানুষ, ভালো ডাক্তার দেখাতে পারি না।

 

 

বাইরে ৫০০ থেকে ১০০০ টাকা লাগে। এখানে ফ্রিতে বড় ডাক্তার দেখাতে পারলাম।’ এবিষয়ে হৃদয়ে আলফাডাঙ্গা পরিচালনা পর্ষদের সদস্যরা জানান, ‘আমাদের সমাজে অনেক মানুষ আছেন যারা টাকার অভাবে চিকিৎসা করাতে পারেন না। তাদের কথা ভেবে আজকের এই ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে।’


প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

দুইশ বছর পরেও স্মরণ করার মানে হচ্ছে প্রশ্নাতীতভাবে ‘মাইকেল মধুসূদন অমর’

error: Content is protected !!

আলফাডাঙ্গায় দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প ৪০০ রোগীকে সেবাপ্রদান

আপডেট টাইম : ০৪:১১ অপরাহ্ন, সোমবার, ১৮ মার্চ ২০২৪
মোঃ ইকবাল হোসেন, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি :

ফরিদপুরের আলফাডাঙ্গায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে ৪ শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে।

 

সোমবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত পৌর এলাকার বুড়াইচ শামছুল উলুম হাফেজিয়া ও নূরানী মাদরাসা প্রাঙ্গণে এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করে ‘হৃদয়ে আলফাডাঙ্গা’ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। ক্যাম্পের সহযোগিতায় ছিলেন আলফাডাঙ্গা কলেজ রোডের এ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টার।

 

দিনব্যাপী কর্মসূচীতে গাইনী, মেডিসিন, হৃদরোগ এবং মা ও শিশুসহ বিভিন্ন রোগের বিশেষজ্ঞ টিম চিকিৎসাসেবা প্রদান করেন। এছাড়াও ক্যাম্পে আগত রোগীদের বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা, প্রেসার ও ওজন পরিমাপ করা হয়।

 

এদিকে বিনামূল্যে এই চিকিৎসা সেবা পেয়ে খুশি হয়েছেন সাধারণ মানুষজন।

 

ফ্রি সেবা নিতে নিজের ৮ মাসের বাচ্চা নিয়ে এসেছেন আমেনা বেগম (২৯)। তিনি বলেন, সকালে জানতে পারলাম যে আজকে ডাক্তার ফ্রি রোগী দেখবে। খবর পেয়ে আমার বাচ্চাকে নিয়ে এসেছি। ডাক্তার দেখে ওষুধ লিখে দিলো।

 

চিকিৎসাসেবা নিতে আসা মুজিবুর রহমান (৪৮) নামে এক ব্যক্তি বলেন, ‘কয়েক দিন থেকে সর্দি-কাশিতে ভুগছি। খবর পেয়ে এই ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসাসেবা নিতে এসেছি। গরিব মানুষ, ভালো ডাক্তার দেখাতে পারি না।

 

 

বাইরে ৫০০ থেকে ১০০০ টাকা লাগে। এখানে ফ্রিতে বড় ডাক্তার দেখাতে পারলাম।’ এবিষয়ে হৃদয়ে আলফাডাঙ্গা পরিচালনা পর্ষদের সদস্যরা জানান, ‘আমাদের সমাজে অনেক মানুষ আছেন যারা টাকার অভাবে চিকিৎসা করাতে পারেন না। তাদের কথা ভেবে আজকের এই ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে।’


প্রিন্ট