কুষ্টিয়ার খোকসা সরকারি কলেজের উদ্যোগে বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে সরকারি কলেজ অডিটোরিয়ামে কলেজের আয়োজনে বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৭৮ কুষ্টিয়া-৪ খোকসা-কুমারখালীর সংসদ সদস্য আব্দুর রউফ। অনুষ্ঠান সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর ডক্টর আব্দুল লতিফ।
গেস্ট অফ অনার হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য আব্দুর রউফ এর সহধর্মিনী আলাউদ্দিন আহমেদ ডিগ্রী কলেজ এর সভাপতি শিক্ষা অনুরাগী জান্নাতুন নাহার। আরো উপস্থিত থেকে বক্তব্য রাখেন খোকসা পৌর মেয়র প্রভাষক তারিকুল ইসলাম, কলেজের প্রভাষক স্বপন মাহমুদ, শিক্ষক প্রতিনিধি হায়দার আলী অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুর রাজ্জাক, বাংলা বিভাগের প্রধান ওয়াজেদ আলী, অর্থনীতি বিভাগের প্রভাষক রাহাত হোসেন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বাংলা বিভাগের প্রভাষক মিতা রফিক।
এছাড়া আরো উপস্থিত ছিলেন খোকসা সরকারি কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক, ছাত্রছাত্রী ও অভিভাবকগণ। আলোচনা সভার শেষে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি স্থানীয় সংসদ সদস্য আব্দুর রউফ। প্রধান অতিথিত তার বক্তব্যে বলেন পড়াশুনার পাশাপাশি খেলাধুলার কোন বিকল্প নেই। তিনি বলেন খেলাধুলা ছাত্র-ছাত্রীদের শারীরিক বিকাশের পাশাপাশি মানসিক উন্নতি ঘটায়।
তিনি আরো বলেন বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা শিক্ষার উপর বিশেষ গুরুত্ব দিয়েছেন, বিশেষ করে আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে আগামীতে স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে কাজ করতে হবে, তিনি আগামী ৪১ সালে স্মার্ট বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসা আহবান জানান। পুরস্কার বিতরণ শেষে এক মনোজ্ঞ সংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রিন্ট