ফরিদপুরের বোয়ালমারীতে মুজিববর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীনদের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার গৃহহীন মানুষ গৃহ না পাওয়ায় এবং বৃত্তবান মানুষদের নামে ঘর বরাদ্দ দেয়ার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকার আদিবাসী (ক্ষুদ্র নৃগোষ্ঠী) পরিবার।
গতকাল সোমবার (১০.০৫.২১) বিকেল সাড়ে পাঁচটায় উপজেলার দাদপুর ইউনিয়নের কলমেশ্বর্দী গ্রামের মাহাতো পাড়ায় (আদিবাসী পাড়া) মন্দিরের সামনে এ মানববন্ধন পালন করেন।
এ সময় বক্তব্য রাখেন, আদিবাসী (ক্ষুদ্র নৃগোষ্ঠী) সমবায় সমিতির সভাপতি নিতাই মাহাতো। তিনি বলেন, কলমেশ্বর্দী গ্রামে মুজিব বর্ষের তিনটি ঘর এসেছে, তার মধ্যে দু’টি ঘর পেয়েছে যাদের রয়েছে অঢেল সম্পত্তি।
তারা হলেন শুকুমার মাহাতো’র স্ত্রী আলমতি মাহাতো। যার দেড় একর (১৫০ শতাংশ) জমি রয়েছে এবং রামপদ মাহাতোর ছেলে সুবাস মাহাতোর সাড়ে চার একর (৪৫০ শতাংশ) জমি রয়েছে।
এদের জমি ও সম্পদ থাকা সত্বেও এরা কি করে ঘর পায়? একই গ্রামের অসহায় ভুমি ও গৃহহীন পরি মাহাতো ঘর পাওয়ার উপযোগী হওয়ায় ঘর পেয়েছে। এতে এলাকার সকলেই খুশি; এমনটি বলেন নিতাই মাহাতো।
তিনি আরো বলেন- আমাদের এই মহল্লায় ক্ষুদ্র নৃগোষ্ঠী আদিবাসী ৭০০শ পরিবার রয়েছে। এদের মধ্যে ভূমিহীন গৃহহীনরা হলেন- সনজিৎ মাহাতো, ফেলু মাহাতোর মেয়ে স্বামী পরিত্যাকতা মমতা মাহাতো, রবিন মাহাতো, প্রফুল্য মাহাতো, স্বরস্বতী মাহাতো।
এসময় আরো বক্তব্য রাখেন, সমিতির সদস্য দিলিপ মাহাতো, শচিন্দ্রনাথ মাহাতো, নিরাপদ মাহাতো সহ আরো অনেকে। বক্তারা বলেন, উপজেলার ইউএনও মহোদয় বলেছিলেন- যাদের দশ শতাংশ জমি আছে তারা এ ঘর পাবেনা। কিন্তু যাদের জমি আছে তারা ঠিকই ঘর পেয়েছে। প্রকৃত পক্ষে যারা মুজিববর্ষের ঘর পাবে তারাই বঞ্চিত হয়েছে প্রধানমন্ত্রীর উপহার থেকে। তাই সঠিক নিয়মে তদারকি করে এ ঘর প্রকৃত গৃহহীন ও ভূমিহীনদের মাঝে বরাদ্দ দেওয়ার আহবান করেছেন তারা।
প্রিন্ট