বিশ্বওলী বড়পীর হয়রত আব্দুল কাদির জিলানীর স্মরণে ফরিদপুরের আলফাডাঙ্গায় হযরত শাহসূফী আব্দুল খালেক মুন্সি কাদরিয়া ডক সাহেবের কেন্দ্রীয় দরবার শরীফে পাঁচদিন ব্যাপী বাৎসরিক ওরশ সুন্দর ও সফলভাবে সম্পন্ন হয়েছে।
গত ৪ মার্চ থেকে শুরু হয়ে ৮ মার্চ পর্যন্ত আলফাডাঙ্গা পৌরসভার ইছাপাশা গ্রামে অবস্থিত বিশ্ব স্মৃতি কাদের মঞ্জিল প্রাঙ্গণে ৪৬ তম এই ওরশ অনুষ্ঠিত হয়। পাঁচ দিনব্যাপী এই ওরশে ধর্মীয় আলোচনা, আধ্যাত্মিক গানসহ ছিলো নানা আয়োজন।
শুক্রবার রাতে বাৎসরিক ওরশ উদযাপন কমিটির পরিচালক ইঞ্জিনিয়ার ওয়াহিদুজ্জামান মুন্সি নাঈম সমাপনী বক্তব্যের মাধ্যমে পাঁচদিন ব্যাপী ওরশের সমাপ্তি ঘোষণা করেন।
এদিকে ওরশ শুরুর প্রথম দিন থেকেই দূর-দূরান্ত থেকে শত শত মানুষকে ডক সাহেবের দরবার শরীফে ভিড় জমাতে দেখা গেছে। প্রতিবছর স্থানীয় ভক্ত ছাড়াও বিভিন্ন অঞ্চল থেকে কয়েক হাজার মানুষ আসেন এই দরবারে। পাঁচ দিনের এই ওরশে প্রতি ওয়াক্তই কয়েক শতাধিক মানুষকে বিনামূল্যে খাওয়ানো হয়। ওরশ উপলক্ষে দরবারের সামনে পাঁচদিনের মেলাও বসেছিল।