কুষ্টিয়ার খোকসায় ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। শুক্রবার বেলা ১১ টায় খোকসা উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় কর্তৃক আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী ইরুফা সুলতানা।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবুল আখতার ।
উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বিধান কান্তী হালদার, উপজেলা কৃষি কর্মকর্তা সবুজ কুমার সাহা, উপজেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক আরিফুল আলম যশোর প্রমুখ।
স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রুবিনা আক্তার।
এছাড়া বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন সংগঠনের প্রতিনিধিগন উপস্থিত ছিলেন। বক্তাগণ নারীর অধিকারের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন।
প্রিন্ট