নারীর সম অধিকার, সম সুযোগ এগিয়ে নিতে হোক বিনিয়োগ – এই প্রতিপাদ্য সামনে রেখে শুক্রবার রাজবাড়ির কালুখালী উপজেলায় আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।
দিবসটি পালন উপলক্ষে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের পক্ষ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করে।
সকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভার সভাপতি করেন উপজেলা নির্বাহী অফিসার খান মো: আব্দুল্লা আল মামুন। সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তুহিনা সুলতানা।
এতে বিশেষ অতিথি হিসেবে উপজেলা কৃষি কর্মকর্তা পূর্ণিমা হালদার, প্রাথমিক শিক্ষা অফিসার অঞ্জলি রানী প্রামানিক, উপজেলা প্রকৌশলী তৌহিদুল হক জোয়ার্দার, কালুখালী থানার এসআই বিনয় সরকার প্রমুখ বক্তব্য রাখেন।
প্রিন্ট