ফরিদপুরে পালিত হচ্ছে হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব শিব চতুর্দশী । আজ শুক্রবার রাত সাড়ে আটটা থেকে উক্ত অনুষ্ঠান শুরু হয়েছে।
এদিকে শিব চতুর্দশ উপলক্ষে মন্দির গুলোতে মনোরমভাবে আলোক শয্যা করা হয়েছে।
হিন্দু শাস্ত্র মতে দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ কামনায়, বিশ্ব শান্তির মঙ্গল কামনায় এই পূজা অনুষ্ঠিত হয়ে থাকে। এ বছরও তার ব্যতিক্রম হয়নি। আগামীকাল সন্ধ্যা পর্যন্ত উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হবে ।
- আরও পড়ুনঃ বাগাতিপাড়ায় ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন
এ উপলক্ষে শহরের নন্দালয়ে দু’দিনব্যাপী ধর্মীয় অনুষ্ঠানে আয়োজন করা হয়েছে । এর মধ্যে আজ প্রথম দিন ধর্মীয় ভক্তিমূলক অনুষ্ঠান পরিবেশন করে নন্দন শিল্পীগোষ্ঠী পরবর্তীতে স্থানীয় শিল্প বৃন্দ। আগামীকাল কীর্তন অনুষ্ঠিত হবে বলে কর্মকর্তারা জানিয়েছেন। এদিকে শিব চতুর্দশ উপলক্ষে শহরের মন্দিরগুলোতে বিভিন্ন বয়সী ভক্ত বৃন্দের ভিড় লক্ষ্য করা যাচ্ছে। এখানে পূজার্চনার পাশাপাশি প্রসাদ বিতরণের ব্যবস্থা রয়েছে । আগামীকাল সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত ভক্তবৃন্দ শিব চতুর্দশী উপলক্ষে পূজাচনা করতে পারবেন বলেও কর্মকর্তারা জানান।