ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা নির্বাচন অফিসের উদ্যোগে শনিবার জাতীয় ভোটার দিবস-২০২৪ খ্রি. পালিত হয়েছে। এ উপলক্ষ্যে সকাল সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ চত্তর থেকে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি বাজার চত্তর প্রদক্ষিনের পর উপজেলা সন্মেলন কক্ষে এক আলোচনা সভা করেন।
সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) শাহনাজ পারভীন বিথী। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা বেগম ও থানা অফিসার্স ইনচার্জ আব্দুল ওহাব সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সভাটির সার্বিক পরিচালনা করেন উপজেলা নির্বাচন অফিসার কাজী হেকমত আলী।
”সঠিক তথ্যে ভোটার হবো, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবো’ এ মূল প্রতিপাদ্য বিষয় নিয়ে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম, সাংবাদিক আবুল কালাম, আব্দুস সালাম প্রমূখ।
প্রিন্ট