ঢাকা , শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বাওড়ে গোসলে নেমে নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার Logo নাগরপুরের দুই সাংবাদিক বিএমএসএস এর কেন্দ্রীয় দায়িত্বে Logo কুমারখালীর সেই ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত করলো বন বিভাগ Logo খোকসায় উপজেলা ক্যাম্পাসে বন বিভাগের গেট ভেঙ্গে চাপা পড়ে শিশুর মৃত্যু Logo দৌলতপুরে ৭৫ বোতল ফেনসিডিলসহ ডিবি পুলিশের হাতে আটক ২ Logo সোনামসজিদ স্থলবন্দরে হিট স্ট্রোকে ট্রাফিক পরিদর্শকের মৃত্যু Logo দৌলতপুরে নারী চিকিৎসককে হয়রানি করে কারাগারে যুবক Logo নাটোরের বাগাতিপাড়া বাউয়েট এর নতুন রেজিস্ট্রার শেখ সানি মোহাম্মদ তালহা Logo বঙ্গোপসাগরে ১২ নাবিক নিয়ে কার্গো জাহাজডুবি Logo দ্বীপ হাতিয়ায় সৈকতে ভেসে এসেছে বিরল প্রজাতির ‘ইয়েলো-বেলিড সি স্নেক’
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন।

প্রভাষকের বিরুদ্ধে মামলা

চাটমোহর সরকারি কলেজ ভুয়া সনদে চাকরী

পাবনার চাটমোহর সরকারি কলেজে (সদ্য জাতীয়করণকৃত) ভুয়া সনদে ৫ বছর  চাকরি করায় বাংলা বিভাগের প্রভাষক মোঃ নাসির উদ্দিনের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে। কলেজটি জাতীয়করণ হওয়ার পর যাচাই-বাছাইয়ে তার নিবন্ধন সনদ ভূয়া প্রমাণিত হওয়ায় বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) কলেজের অধ্যক্ষকে চিঠি পাঠিয়েছেন।
জালিয়াতির মাধ্যমে ভুয়া সনদে চাকরির অপরাধে ওই প্রভাষকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয়া হয়। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আঃ মজিদ বাদী হয়ে চাটমোহর থানায় ওই প্রভাষকের বিরুদ্ধে মামলা করেছেন,যার মামলা নং-২২,তাং ২৬ নভেম্বর’২০২০। কলেজটি ২০১৮ সালে জাতীয়করণ হয়। কলেজটি জাতীয়করণ ঘোষণার পর সনদ যাচাই-বাছাইয়ের জন্য শিক্ষকদের প্রয়োজনীয় কাগজপত্রাদি পাঠানো হয় এনটিআরসিএতে।
সনদ যাচাইয়ে কলেজের অনার্স শাখার বাংলা বিভাগের প্রভাষক নাসির উদ্দিনের নিবন্ধন সনদ ভুয়া প্রমাণিত বলে অতিসম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন এনটিআরসি সনদ যাচাই সংক্রান্ত চিঠি পাঠায়। ভুয়া সনদে চাকরির অপরাধে ওই প্রভাষকের বিরুদ্ধে থানায় মামলা দায়েরসহ আইনগত ব্যবস্থা গ্রহণ করে এনটিআরসিএ কর্তৃপক্ষকে অবগত করার জন্য। সম্পূর্ণ জালিয়াতির আশ্রয়ে ভুয়া সনদে মোঃ নাসির উদ্দিন ২০১৫ সালে প্রভাষক পদে কলেজের অনার্স শাখায় নিয়োগ লাভ করেন।
যদিও তিনি এমপিওভুক্ত হননি। চাটমোহর সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আঃ মজিদ জানান, উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গত ২৬ নভেম্বর তার বিরুদ্ধে চাটমোহর থানায় মামলা দায়ের করা হয়েছে। চাটমোহর থানার ওসি মোঃ আমিনুল ইসলাম বলেন, চাটমোহর সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আঃ মজিদ অভিযুক্ত প্রভাষকের বিরুদ্ধে বাদী হয়ে মামলা করেছেন।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

বাওড়ে গোসলে নেমে নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার

error: Content is protected !!

প্রভাষকের বিরুদ্ধে মামলা

চাটমোহর সরকারি কলেজ ভুয়া সনদে চাকরী

আপডেট টাইম : ০৩:৪৩ অপরাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২০
পাবনার চাটমোহর সরকারি কলেজে (সদ্য জাতীয়করণকৃত) ভুয়া সনদে ৫ বছর  চাকরি করায় বাংলা বিভাগের প্রভাষক মোঃ নাসির উদ্দিনের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে। কলেজটি জাতীয়করণ হওয়ার পর যাচাই-বাছাইয়ে তার নিবন্ধন সনদ ভূয়া প্রমাণিত হওয়ায় বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) কলেজের অধ্যক্ষকে চিঠি পাঠিয়েছেন।
জালিয়াতির মাধ্যমে ভুয়া সনদে চাকরির অপরাধে ওই প্রভাষকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয়া হয়। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আঃ মজিদ বাদী হয়ে চাটমোহর থানায় ওই প্রভাষকের বিরুদ্ধে মামলা করেছেন,যার মামলা নং-২২,তাং ২৬ নভেম্বর’২০২০। কলেজটি ২০১৮ সালে জাতীয়করণ হয়। কলেজটি জাতীয়করণ ঘোষণার পর সনদ যাচাই-বাছাইয়ের জন্য শিক্ষকদের প্রয়োজনীয় কাগজপত্রাদি পাঠানো হয় এনটিআরসিএতে।
সনদ যাচাইয়ে কলেজের অনার্স শাখার বাংলা বিভাগের প্রভাষক নাসির উদ্দিনের নিবন্ধন সনদ ভুয়া প্রমাণিত বলে অতিসম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন এনটিআরসি সনদ যাচাই সংক্রান্ত চিঠি পাঠায়। ভুয়া সনদে চাকরির অপরাধে ওই প্রভাষকের বিরুদ্ধে থানায় মামলা দায়েরসহ আইনগত ব্যবস্থা গ্রহণ করে এনটিআরসিএ কর্তৃপক্ষকে অবগত করার জন্য। সম্পূর্ণ জালিয়াতির আশ্রয়ে ভুয়া সনদে মোঃ নাসির উদ্দিন ২০১৫ সালে প্রভাষক পদে কলেজের অনার্স শাখায় নিয়োগ লাভ করেন।
যদিও তিনি এমপিওভুক্ত হননি। চাটমোহর সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আঃ মজিদ জানান, উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গত ২৬ নভেম্বর তার বিরুদ্ধে চাটমোহর থানায় মামলা দায়ের করা হয়েছে। চাটমোহর থানার ওসি মোঃ আমিনুল ইসলাম বলেন, চাটমোহর সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আঃ মজিদ অভিযুক্ত প্রভাষকের বিরুদ্ধে বাদী হয়ে মামলা করেছেন।