বাংলাদেশ আওয়ামী লীগের ৫৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে । এ উপলক্ষে ফরিদপুর প্রেসক্লাবে আজ মঙ্গলবার বিকেলে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়।
ফরিদপুর জেলা মহিলা আওয়ামী লীগের উদ্যোগে সংগঠনের সাধারণ সম্পাদক সৈয়দা নুসরাত রসুল তানিয়া এর সভাপতিত্বে আজ মঙ্গলবার বিকাল সাড়ে চারটায় ফরিদপুর প্রেসক্লাবের সাংবাদিক লিয়াকত হোসেন মিলনায়তনে এক কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি জনাব বিলকিস বেগম, এ্যাডঃ সুচিত্রা শিকদার, জেসমিন ফেরদৌসি শিখা, সাংগঠনিক সম্পাদক মাহবুবা তামান্না চুমকি, সহ-সাধারণ সম্পাদক নার্গিস আক্তার প্রমুখ।
অনুষ্ঠানে নেতৃবৃন্দ মাননীয় প্রধান মন্ত্রীর হাতকে শক্তিশালী করতে মহিলা আওয়ামী লীগের যে অবদান তা তুলে ধরেন এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবের স্বপ্নের সোনার বাংলা গড়তে নারী নেতৃত্বকে এগিয়ে আসার আহ্বান জানান।

প্রিন্ট