ঢাকা , শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ২২ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo নির্বাচনের কথা বলে মুখে ফেনা তুললেই গণতন্ত্র প্রতিষ্ঠা হয় না -নুসরাত তাবাসসুম Logo দৌলতদিয়া ঘাটে যাত্রীদের উপচেপড়া ভিড়, নেই ভোগান্তি Logo নগরকান্দায় বিয়ের ২৮ দিনে নিজ বাড়িতে খুন হলেন প্রবাসী Logo গোমস্তাপুরে ফেনসিডিলসহ আটক ৩ Logo কুষ্টিয়ায় রবীন্দ্রনাথ ঠাকুরের ম্যুরালে কালি লেপন ! Logo গোপালগঞ্জে সড়ক পরিবহন আইনে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত Logo লালপুরে অন্যের জমি জবরদখল করে দেয়ার চেষ্টা বিএনপি নেতার Logo ভূরুঙ্গামারীতে ইসলামী যুব আন্দোলনের আয়োজনে ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান Logo সৃষ্টিকর্তা ফ্যাসিবাদকে ধংস করতে এই তরুণ প্রজন্মকে পাঠিয়েছে -অধ্যাপক গোলাম রসুল Logo খোকসায় মরহুম আতাহার হোসেন স্মৃতি আন্তঃব্যাচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন।

১৯ ঘন্টার পর নিখোঁজ শ্রমিকের লাশ উদ্ধার

যশোরের অভয়নগরে এমভি তিশান কার্গো জাহাজ থেকে টিএসপি সার আনলোড করার সময় ভৈরব নদে পড়ে হ্যান্ডলিং শ্রমিক কাইয়ুম সরদার (৩৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিখোঁজ হওয়ার ১৯ ঘন্টা পর ২৬ ফেব্রুয়ারি সোমবার দুপুর ২টার সময় তার লাশ উদ্ধার করা হয়। নিহত কাইয়ুম সরদার উপজেলার শুভরাড়া ইউনিয়নের শুভরাড়া গ্রামের মো. শরিয়াতুল্লাহর ছেলে।

 

জানা গেছে, ২৫ ফেব্রুয়ারি রোববার সন্ধ্যা ৭টার সময় উপজেলার মহাকাল এলাকার মিস্ত্রীপাড়া সংলগ্ন ‘মেসার্স দেশ ট্রেডিং’ এর ২ নম্বর ঘাটে কাইয়ুম হ্যান্ডলিং শ্রমিক হিসেবে কাজ করছিল। কাজ করার সময় সারের বস্তা নিয়ে পা পিছলে ভৈরব নদে পড়ে যান কাইয়ুম সরদার। পরে স্থানীয় শ্রমিকদের সহায়তায় সোমবার দুপুরে তার লাশ উদ্ধার করা হয়েছে।

 

কাইয়ুমের শ্যালক ও হ্যান্ডেলিং শ্রমিক ইয়াছিন মোল্লা বলেন, আমি ও কাইয়ুম ভাই এমভি তিশান কার্গো থেকে টিএসপি সারের বস্তা আনলোডের কাজ করছিলাম। এমন সময় মাথায় বস্তাসহ কাইয়ুম পানিতে পড়ে যায়। আমি ধরতে গিয়েও ব্যর্থ হই। তাৎক্ষণিক উপস্থিত অন্য শ্রমিকরা তাকে খোঁজার চেষ্টা করেন। কিন্তু সেই থেকে কাইয়ুম ভাইকে খোঁজ করার চেষ্টা করেও পাওয়া সম্ভব হয়নি। ১৯ ঘন্টা পর সোমবার দুপুর ২টার দিকে তার লাশ পাওয়া গেছে। দেশ ট্রেডিংয়ের পক্ষ থেকে কোন রকম সহায়তা করা হয়নি।

 

এদিকে স্থানীয়রা অভিযোগ করে বলেন, ‘দেশ ট্রেডিং’ অনেক বড় একটা কোম্পানি কিন্তু তাদের ঘাট লেবার পানিতে পড়ে নিখোঁজ হওয়ার সংবাদ পেলেও তাদের পক্ষ থেকে কোন প্রকার উদ্ধার তৎপরতা দেখা যায়নি। যেটা খুবই দুঃখজনক। স্বজনদের দাবি, কাইয়ুমের পরিবার খুবই হতদরিদ্র। তার পিতা মাতা কেউ বেঁচে নেই। স্ত্রীসহ একটি ছেলে ও একটি মেয়ে রয়েছে। তারা ‘দেশ ট্রেডিং’ এর পক্ষ থেকে আর্থিক সহায়তা করার দাবি করেন। উপজেলার নওয়াপাড়া স্টেশন বাজারে দেশ ট্র্রেডিংয়ের অফিস বন্ধ থাকায় তাদের বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

 

 

অভয়নগর নওয়াপাড়া হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের সভাপতি ফাল্গুন মণ্ডল জানান, মাথায় বস্তাসহ কাইয়ুম নদে পড়ে যায়। দীর্ঘ ১৯ ঘন্টা পর তার লাশ উদ্ধার করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এ ব্যাপারে তাদের নেক দৃষ্টি কামনা করেন। এ বিষয়ে অভয়নগর থানার এসআই দেলোয়ার হোসেন বলেন, আমি ঘটনাস্থলে গিয়েছিলাম তথ্য সংগ্রহ করেছি। নিখোঁজ কাইয়ুম অসাবধানতাবশত সারের বস্তা নিয়ে পানিতে পড়ে যায়। দুপুর দুইটার সময় তার লাশ উদ্ধার করা হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।


প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

নির্বাচনের কথা বলে মুখে ফেনা তুললেই গণতন্ত্র প্রতিষ্ঠা হয় না -নুসরাত তাবাসসুম

error: Content is protected !!

১৯ ঘন্টার পর নিখোঁজ শ্রমিকের লাশ উদ্ধার

আপডেট টাইম : ০৮:৩৮ অপরাহ্ন, সোমবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৪
স্টাফ রিপোর্টার :

যশোরের অভয়নগরে এমভি তিশান কার্গো জাহাজ থেকে টিএসপি সার আনলোড করার সময় ভৈরব নদে পড়ে হ্যান্ডলিং শ্রমিক কাইয়ুম সরদার (৩৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিখোঁজ হওয়ার ১৯ ঘন্টা পর ২৬ ফেব্রুয়ারি সোমবার দুপুর ২টার সময় তার লাশ উদ্ধার করা হয়। নিহত কাইয়ুম সরদার উপজেলার শুভরাড়া ইউনিয়নের শুভরাড়া গ্রামের মো. শরিয়াতুল্লাহর ছেলে।

 

জানা গেছে, ২৫ ফেব্রুয়ারি রোববার সন্ধ্যা ৭টার সময় উপজেলার মহাকাল এলাকার মিস্ত্রীপাড়া সংলগ্ন ‘মেসার্স দেশ ট্রেডিং’ এর ২ নম্বর ঘাটে কাইয়ুম হ্যান্ডলিং শ্রমিক হিসেবে কাজ করছিল। কাজ করার সময় সারের বস্তা নিয়ে পা পিছলে ভৈরব নদে পড়ে যান কাইয়ুম সরদার। পরে স্থানীয় শ্রমিকদের সহায়তায় সোমবার দুপুরে তার লাশ উদ্ধার করা হয়েছে।

 

কাইয়ুমের শ্যালক ও হ্যান্ডেলিং শ্রমিক ইয়াছিন মোল্লা বলেন, আমি ও কাইয়ুম ভাই এমভি তিশান কার্গো থেকে টিএসপি সারের বস্তা আনলোডের কাজ করছিলাম। এমন সময় মাথায় বস্তাসহ কাইয়ুম পানিতে পড়ে যায়। আমি ধরতে গিয়েও ব্যর্থ হই। তাৎক্ষণিক উপস্থিত অন্য শ্রমিকরা তাকে খোঁজার চেষ্টা করেন। কিন্তু সেই থেকে কাইয়ুম ভাইকে খোঁজ করার চেষ্টা করেও পাওয়া সম্ভব হয়নি। ১৯ ঘন্টা পর সোমবার দুপুর ২টার দিকে তার লাশ পাওয়া গেছে। দেশ ট্রেডিংয়ের পক্ষ থেকে কোন রকম সহায়তা করা হয়নি।

 

এদিকে স্থানীয়রা অভিযোগ করে বলেন, ‘দেশ ট্রেডিং’ অনেক বড় একটা কোম্পানি কিন্তু তাদের ঘাট লেবার পানিতে পড়ে নিখোঁজ হওয়ার সংবাদ পেলেও তাদের পক্ষ থেকে কোন প্রকার উদ্ধার তৎপরতা দেখা যায়নি। যেটা খুবই দুঃখজনক। স্বজনদের দাবি, কাইয়ুমের পরিবার খুবই হতদরিদ্র। তার পিতা মাতা কেউ বেঁচে নেই। স্ত্রীসহ একটি ছেলে ও একটি মেয়ে রয়েছে। তারা ‘দেশ ট্রেডিং’ এর পক্ষ থেকে আর্থিক সহায়তা করার দাবি করেন। উপজেলার নওয়াপাড়া স্টেশন বাজারে দেশ ট্র্রেডিংয়ের অফিস বন্ধ থাকায় তাদের বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

 

 

অভয়নগর নওয়াপাড়া হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের সভাপতি ফাল্গুন মণ্ডল জানান, মাথায় বস্তাসহ কাইয়ুম নদে পড়ে যায়। দীর্ঘ ১৯ ঘন্টা পর তার লাশ উদ্ধার করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এ ব্যাপারে তাদের নেক দৃষ্টি কামনা করেন। এ বিষয়ে অভয়নগর থানার এসআই দেলোয়ার হোসেন বলেন, আমি ঘটনাস্থলে গিয়েছিলাম তথ্য সংগ্রহ করেছি। নিখোঁজ কাইয়ুম অসাবধানতাবশত সারের বস্তা নিয়ে পানিতে পড়ে যায়। দুপুর দুইটার সময় তার লাশ উদ্ধার করা হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।


প্রিন্ট