ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে শুক্রবার (৭ মে) দুঃস্থদের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
পৌরসদরের কামারগ্রাম মহিলা কলেজের মোড়, বোয়ালমারী জর্জ একাডেমির সামনে, চৌরাস্তা, ওয়াপদা মোড়সহ পৌর এলাকার বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে স্বাস্থ্য বিধি মেনে পাঁচ শতাধিক দুঃস্থ মানুষের মধ্যে এসব ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি সাংবাদিক কামরুল সিকদার, সাধারণ সম্পাদক বাকের ইদ্রিস, যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল মিনা, তুষার আহমেদ, সাংগঠনিক সম্পাদক মোক্তার হোসেন, প্রচার সম্পাদক মো. আনিচুর রহমান, চতুল ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক মো. মিজানুর রহমান প্রমুখ।
এছাড়া উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবকলীগের বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন। এ সময় উপজেলার বিভিন্ন এতিমখানায়ও ইফতার বিতরণ করা হয়।
প্রিন্ট