ট্যাক্সেস বার এসোসিয়েশন যশোরের দ্বি-বাষিক নির্বাচন আজ। বেলা ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে এ ভোটগ্রহণ চলবে। এ নির্বাচনে তাজ- বোরহান ও চিরন্তন- সবুজ প্যানেলসহ ১৫ পদের বিপরীতে ৩১ জন লড়ছেন। বিষয়টি নিশ্চিত করেছেন এসোসিয়েশনের প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মোঃ ইসহক।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, নির্বাচনে তাজ- বোরহান ও চিরন্তন- সবুজ প্যানেল সবকটি পদে ও স্বতন্ত্রভাবে সাধারণ সম্পাদক পদে লড়ছেন এম আরিফুর রহমান। তাজ- বোরহান সংস্কার পরিষদের প্রার্থীরা হলেন, সভাপতি পদে শেখ তাজ হোসেন তাজু, সহ- সভাপতি পদে কাজী সাদাত হাসান শাহরিয়ার পলাশ ও জান্নাতুল ফেরদৌস সূচনা, সাধারণ সম্পাদক পদে বোরহান উদ্দীন সিদ্দিকী, সহ- সাধারণ সম্পাদক পদে প্রবীর চক্রবর্তী ও রফিকুজ্জামান সজীব, অর্থ সম্পাদক পদে আমিরুল ইসলাম তন্ময়, সদস্য পদে সাজেদুর রহমান শান্ত, শেখ নাজমুল হুদা, শাহানাজ সুলতানা রিনা, শাহজাহান কবীর খান বিপ্লব, আশরাফুল আলম, সুলতানা মেহের নিগার সাকী, আলীবুদ্দিন খান আলী ও নিউটন মল্ডল।
অপরদিকে, চিরন্তন- সবুজ প্যানেলের প্রার্থীরা হলেন, সভাপতি পদে চিরন্তন মল্লিক, সহ- সভাপতি পদে আল ইসলাম ও গোপীনাথ রায় চৌধুরী, সাধারণ সম্পাদক পদে বিএম আলমগীর সিদ্দিকী সবুজ, সহ- সম্পাদক পদে ইসতিয়াক আহমেদ ও আব্দুল হালিম, অর্থ সম্পাদক পদে ইফতেখার আলম রিপন ও সদস্য পদে শাহজাহান আলী বিশ্বাস, আবুল কালাম, শফিকুল ইসলাম, শ্যামল কুমার মজুমদার, জাহিদুর রহমান জুয়েল, ফাহিম রাজ, জামাল হোসেন শিমুল ও তারিক এনাম অনিক।
- আরও পড়ুনঃ ৫০০ কোটির হিসাবরক্ষণ কর্তা!
তাজ- বোরহান সংস্কার পরিষদের সভাপতি প্রার্থী শেখ তাজ হোসেন তাজু ও সাধারণ সম্পাদক প্রার্থী বোরহান সিদ্দিকী জানিয়েছেন, নির্বাচনে বিজীয় হলে প্রথমে অনিয়ম দূর করা হবে।
প্রিন্ট