ঢাকা , মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo নাগরপুরে শিক্ষক নেতৃত্বে সর্বোচ্চ ৫৬৮ ভোট পেয়ে নির্বাচিত ছানোয়ার Logo শালিখায় পুলিশের অভিযানে ৩০০ গ্রাম গাঁজা সহ আটক ৩ Logo গোপালগঞ্জের কোটালীপাড়ায় ভোটের সমীকরণে চেয়ারম্যান প্রার্থী বিমল বিশ্বাস এগিয়ে Logo যশোরের মনিরামপুরে ডাকাতির ঘটনায় আটক ৪, পিকআপ জব্দ Logo ভূরুঙ্গামারীতে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মচারী ও কর্ম কর্তাদের কর্মবিরতি Logo ফিলিস্তিনিদের উপর ইসরাইলি আগ্রাসনের প্রতিবাদ ও স্বাধীন রাষ্ট্রের মর্যাদা প্রদানের দাবীতে সমাবেশ  Logo আমতলীতে ডলার ও রিয়াল প্রতারক চক্রের ৫ সদস্য গ্রেপ্তার Logo নলছিটিতে বারি তিল-৪ এর বাম্পার ফলন Logo লন্ডনে শহীদ জননীর জন্মবার্ষিকী অনুষ্ঠান Logo কালুখালী উপজেলা বিএনপির সম্মেলনে সভাপতি লুৎফর, সম্পাদক রুমা নির্বাচিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন।

মহম্মদপুরে এসএসসি পরীক্ষার্থীকে প্রাক্তন স্বামীর ছুরিকাঘাতের চেষ্ঠা

-ছবিঃ প্রতীকী।

মাগুরার মহম্মদপুরে এসএসসি পরীক্ষা শেষে বের হওয়ার পর রিমা পারভীন (১৬) নামে এক ছাত্রীর ওপর তার সাবেক স্বামী ছুরি নিয়ে হামলা চালিয়েছেন বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার দুপুরে সরকারি আরএসকেএইচ ইনস্টিটিউশন মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রের সামনে এই ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আলী হাসান নামে অপর এক পরীক্ষার্থী। ঘটনার পরপরই অভিযুক্ত প্রাক্তন স্বামী সুমন মোল্যা (৩০) কে আটক করেছে পুলিশ। এ বিষয়ে থানায় মামলা হয়েছে। এ ঘটনার ভয়াবহ সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ব্যাপক ভাইরাল হয়েছে।

 

অভিযুক্ত সুমন মোল্যা ফরিদপুর জেলার বোয়ালমারি উপজেলার ময়না ইউনিয়নের হাটখোলা গ্রামের শুকুর মোল্যার ছেলে। গত বছরের জুন মাসে মাগুরার মহম্মদপুর উপজেলার চরপাচুড়িয়া গ্রামের লিপন মিয়ার মেয়ে রিমা পারভীনের সঙ্গে তার বিয়ে হয়। সম্পর্কের অবনতি হওয়ায় বিয়ের কয়েকদিন পরই রিমা তাকে ডিভোর্স দেয়। চলতি বছর রিমা মহম্মদপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে।

 

পুলিশ জানায়, বিয়ের পরপরই রিমা ডিভোর্স দেওয়ার ঘটনার প্রতিশোধ নিতে পরীক্ষা কেন্দ্রের বাইরে ধারালো অস্ত্র নিয়ে ওৎ পেতে ছিলেন সুমন। পরীক্ষা শেষে বের হওয়ার পরে রিমার ওপর অতর্কিতে হামলা চালায় সে। হামলা থেকে রিমাকে বাঁচাতে আলী হাসান নামে অপর এক এসএসসি পরীক্ষার্থী সুমন কে বাধা দিলে সে জখম হয়েছে। তাকে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। ঘটনার পরপরই অভিযুক্ত সুমন মোল্যাকে আটক করেছে থানা পুলিশ।

 

 

এ বিষয়ে সরকারি আরএসকেএইচ ইনস্টিটিউশন মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রের সচিব ও প্রধান শিক্ষক একেএম নাসিরুল ইসলাম বলেন, পরীক্ষা শেষে কেন্দ্রের বাইরে একটি অপ্রীতিকর ঘটনা ঘটেছে। পুলিশ তাৎক্ষণিক অভিযুক্তকে আটক করেছে।

মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বোরহান উল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় মেয়ের মা ববিতা বেগম হত্যা চেষ্টার অভিযোগে থানায় মামলা দায়ের করেছেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

নাগরপুরে শিক্ষক নেতৃত্বে সর্বোচ্চ ৫৬৮ ভোট পেয়ে নির্বাচিত ছানোয়ার

error: Content is protected !!

মহম্মদপুরে এসএসসি পরীক্ষার্থীকে প্রাক্তন স্বামীর ছুরিকাঘাতের চেষ্ঠা

আপডেট টাইম : ০৭:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৪

মাগুরার মহম্মদপুরে এসএসসি পরীক্ষা শেষে বের হওয়ার পর রিমা পারভীন (১৬) নামে এক ছাত্রীর ওপর তার সাবেক স্বামী ছুরি নিয়ে হামলা চালিয়েছেন বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার দুপুরে সরকারি আরএসকেএইচ ইনস্টিটিউশন মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রের সামনে এই ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আলী হাসান নামে অপর এক পরীক্ষার্থী। ঘটনার পরপরই অভিযুক্ত প্রাক্তন স্বামী সুমন মোল্যা (৩০) কে আটক করেছে পুলিশ। এ বিষয়ে থানায় মামলা হয়েছে। এ ঘটনার ভয়াবহ সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ব্যাপক ভাইরাল হয়েছে।

 

অভিযুক্ত সুমন মোল্যা ফরিদপুর জেলার বোয়ালমারি উপজেলার ময়না ইউনিয়নের হাটখোলা গ্রামের শুকুর মোল্যার ছেলে। গত বছরের জুন মাসে মাগুরার মহম্মদপুর উপজেলার চরপাচুড়িয়া গ্রামের লিপন মিয়ার মেয়ে রিমা পারভীনের সঙ্গে তার বিয়ে হয়। সম্পর্কের অবনতি হওয়ায় বিয়ের কয়েকদিন পরই রিমা তাকে ডিভোর্স দেয়। চলতি বছর রিমা মহম্মদপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে।

 

পুলিশ জানায়, বিয়ের পরপরই রিমা ডিভোর্স দেওয়ার ঘটনার প্রতিশোধ নিতে পরীক্ষা কেন্দ্রের বাইরে ধারালো অস্ত্র নিয়ে ওৎ পেতে ছিলেন সুমন। পরীক্ষা শেষে বের হওয়ার পরে রিমার ওপর অতর্কিতে হামলা চালায় সে। হামলা থেকে রিমাকে বাঁচাতে আলী হাসান নামে অপর এক এসএসসি পরীক্ষার্থী সুমন কে বাধা দিলে সে জখম হয়েছে। তাকে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। ঘটনার পরপরই অভিযুক্ত সুমন মোল্যাকে আটক করেছে থানা পুলিশ।

 

 

এ বিষয়ে সরকারি আরএসকেএইচ ইনস্টিটিউশন মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রের সচিব ও প্রধান শিক্ষক একেএম নাসিরুল ইসলাম বলেন, পরীক্ষা শেষে কেন্দ্রের বাইরে একটি অপ্রীতিকর ঘটনা ঘটেছে। পুলিশ তাৎক্ষণিক অভিযুক্তকে আটক করেছে।

মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বোরহান উল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় মেয়ের মা ববিতা বেগম হত্যা চেষ্টার অভিযোগে থানায় মামলা দায়ের করেছেন।