মাগুরার মহম্মদপুরে এসএসসি পরীক্ষা শেষে বের হওয়ার পর রিমা পারভীন (১৬) নামে এক ছাত্রীর ওপর তার সাবেক স্বামী ছুরি নিয়ে হামলা চালিয়েছেন বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার দুপুরে সরকারি আরএসকেএইচ ইনস্টিটিউশন মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রের সামনে এই ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আলী হাসান নামে অপর এক পরীক্ষার্থী। ঘটনার পরপরই অভিযুক্ত প্রাক্তন স্বামী সুমন মোল্যা (৩০) কে আটক করেছে পুলিশ। এ বিষয়ে থানায় মামলা হয়েছে। এ ঘটনার ভয়াবহ সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ব্যাপক ভাইরাল হয়েছে।
অভিযুক্ত সুমন মোল্যা ফরিদপুর জেলার বোয়ালমারি উপজেলার ময়না ইউনিয়নের হাটখোলা গ্রামের শুকুর মোল্যার ছেলে। গত বছরের জুন মাসে মাগুরার মহম্মদপুর উপজেলার চরপাচুড়িয়া গ্রামের লিপন মিয়ার মেয়ে রিমা পারভীনের সঙ্গে তার বিয়ে হয়। সম্পর্কের অবনতি হওয়ায় বিয়ের কয়েকদিন পরই রিমা তাকে ডিভোর্স দেয়। চলতি বছর রিমা মহম্মদপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে।
পুলিশ জানায়, বিয়ের পরপরই রিমা ডিভোর্স দেওয়ার ঘটনার প্রতিশোধ নিতে পরীক্ষা কেন্দ্রের বাইরে ধারালো অস্ত্র নিয়ে ওৎ পেতে ছিলেন সুমন। পরীক্ষা শেষে বের হওয়ার পরে রিমার ওপর অতর্কিতে হামলা চালায় সে। হামলা থেকে রিমাকে বাঁচাতে আলী হাসান নামে অপর এক এসএসসি পরীক্ষার্থী সুমন কে বাধা দিলে সে জখম হয়েছে। তাকে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। ঘটনার পরপরই অভিযুক্ত সুমন মোল্যাকে আটক করেছে থানা পুলিশ।
- আরও পড়ুনঃ কুষ্টিয়ায় ২৩ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস
এ বিষয়ে সরকারি আরএসকেএইচ ইনস্টিটিউশন মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রের সচিব ও প্রধান শিক্ষক একেএম নাসিরুল ইসলাম বলেন, পরীক্ষা শেষে কেন্দ্রের বাইরে একটি অপ্রীতিকর ঘটনা ঘটেছে। পুলিশ তাৎক্ষণিক অভিযুক্তকে আটক করেছে।
মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বোরহান উল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় মেয়ের মা ববিতা বেগম হত্যা চেষ্টার অভিযোগে থানায় মামলা দায়ের করেছেন।
প্রিন্ট