দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে এমপি পদে টাঙ্গাইল থেকে আ.লীগের মনোনয়ন পেয়েছেন আ.লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট তারানা হালিম। বুধবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে আ.লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সংরক্ষিত নারী আসনে চূড়ান্ত হওয়া ৪৮ জন নারীর নাম ঘোষণা করেছেন।
উল্লেখ্য, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সাবেক প্রতিমন্ত্রী এড. তারানা হালিম এবার দিয়ে ৩য় বারের মতো সংরক্ষিত নারী আসনে এমপি পদে আ.লীগের মনোনীত হয়েছেন। তিনি বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটিতে প্রথম বারের বারের মতো সম্মানিত সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
তার পৈতৃক বাড়ি টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার ধুবড়িয়া ইউনিয়নে। এছাড়াও তিনি বাংলাদেশ আওয়ামী যুবলীগ সাবেক মহিলা বিষয়ক সম্পাদক, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় সাবেক সভাপতি এবং জাতীয় সংসদের সংরক্ষিত আসনের সাবেক দুই বারের সংসদ সদস্য ছিলেন।
প্রিন্ট