ফরিদপুরের সালথায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে প্রকাশিত বার্ষিক স্মরনিকা “প্রতীতি” এর মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১টায় সালথা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করেন সালথা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়।
এসময় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ হাসিব সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সংসদ উপনেতার রাজনৈতিক প্রতিনিধি শাহদাব আকবর চৌধুরী লাবু।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপকমিটির সদস্য মো. শফি উদ্দিন, সালথা থানার অফিসার ইনচার্জ ওসি আশিকুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন মিয়া, সাধারণ সম্পাদক ফারুক উজ্জামান ফকির মিয়া, সাংগঠনিক সম্পাদক চৌধুরী সাব্বির আলী, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান প্রমুখ।
প্রিন্ট