ঢাকা , বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo মাগুরায় ভর্তুকি মূল্যে কৃষকদের মাঝে কম্বাইন্ড হারভেস্টার বিতরণ Logo দায়িত্বে অবহেলায় নবজাতের মৃত্যুর অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে Logo যশোরের কলেজ ছাত্র হত্যা মামলায় একজনের মৃত্যুদন্ডাদেশ Logo ব্যাটারিচালিত রিক্সা ভ্যান মালিক সমিতির নেতাকর্মীদের সাথে চেয়ারম্যান প্রার্থী বিপুলের মতবিনিময় Logo সোনামসজিদ বন্দর দিয়ে ৬দিনে এলো ১২’শ মেট্রিক টন পেঁয়াজ Logo নাগরপুরে ভাইস চেয়ারম্যান প্রার্থী বিএনপি নেতা গোলাম বহিষ্কার Logo নড়াইলের জমজম রেস্টুরেন্টের উপর তলার নির্মাণাধীন ভবন থেকে ভিক্টোরিয়া কলেজ শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার Logo ভেড়ামারায় অগ্নিকাণ্ডে পানবরজ ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে সহায়তা প্রদান Logo ফরিদপুরে বান্ধব পল্লীতে প্রভু জগৎবন্ধু সুন্দরের ‌ ১৫৪ তম শুভ আবির্ভাব ‌ উৎসব পালন Logo ৫৬১ কোটি টাকার সার আত্মসাতে সাবেক এমপি পোটন সহ পাঁচজন কারাগারে
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন।

সমলয় চাষে বাড়বে ফলন, কমাবে ব্যয়

সারি সারি বিছানো প্লাস্টিকের ট্রেতে তৈরি হচ্ছে বোরো ধানের বীজতলা। ঘন কুয়াশা ও শৈত প্রবাহ থেকে কোল্ড ইনজুরি জনিত সমস্যা এড়াতে ঢেকে রাখা হয়েছে স্বচ্ছ পলিথিনের সেডে। আধুনিক পদ্ধতিতে তৈরি এ চারা রোপণ করা হবে রাইস টান্সপ্লান্টার যন্ত্রের সহায়তায়। কৃষিতে নতুন সন্নিবেশিত সকল আধুনিক কলা-কৌশল প্রয়োগের মাধ্যমে কৃষকের নিবিড় পরিচর্যায় বেড়ে ওঠা পরিপক্ব ধান কাটা হবে মেশিনের সাহায্যে। কৃষি বিভাগ একই সাথে, একই জাত দ্বারা সম্মেলিত এই চাষ পদ্ধতির নাম দিয়েছে “সমলয়”।

কৃষিতে যান্ত্রিকীকরণ জনপ্রিয় করতে সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বাস্তবায়িত হচ্ছে এই সমলয় কার্যক্রম। ২০২৩-২৪ অর্থবছরে রবি মৌসুমে বোরো ধানের সমলয় বাস্তবায়িত হচ্ছে পাবনা জেলার চাটমোহর উপজেলার মথুরাপুর ইউনিয়নের ভাদড়া ব্লকে।
সরেজমিনে ভাদড়া ব্লকে সমলয় চাষে সম্পৃক্ত কৃষকদের সাথে কথা বলে তাদের মধ্যে দারুণ উচ্ছ্বাস লক্ষ করা যায়। একেবারেই নতুন এই যান্ত্রিক চাষে কৃষকদের মাঝে দেখা দিয়েছে আগ্রহ। বীজতলা করার এ আধুনিক পদ্ধতিতেই তাদের মুগ্ধতা। সরকারি ব্যবস্থাপনায় সার বীজ পাওয়ার পাশাপাশি ধান রোপণ এবং কাটা নিয়েও চিন্তা মুক্ত তারা।
সমলয়ের কৃষক আজিজুল হক জানান, যান্ত্রিক পদ্ধতিতে সমলয়ের চাষ আমাদের আশার আলো দেখাচ্ছে। এ কর্মসূচির আওতায় ১ শত ৫০ বিঘা জমিতে ধান রোপণ ও কাটার যাবতীয় ব্যবস্থা হওয়াতে তার মত অন্য কৃষকেরাও খুশি।
স্কীম মালিক উজ্জ্বল হোসেন বলেন, আগে ভাদড়া স্কীমে বিভিন্ন জাতের ধানের আবাদ হতো। এ বছরে কৃষি অফিসের ব্যবস্থাপনায় হাইব্রিড ধানের আবাদ হচ্ছে। একই জাত দ্বারা একই সময় সারা মাঠে চাষ হওয়ার কারণে কৃষকদের পরিচর্যা সহজ হবে।এতে করে উৎপাদন খরচও কম হবে বলে মনে করছেন তিনি।
সমলয় বাস্তবায়নে দায়িত্বপ্রাপ্ত ভাদরা ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা সাইদুর রহমান সাঈদ বলেন, উৎপাদন বৃদ্ধির পাশাপাশি কৃষকদের উৎপাদন খরচ কমাতেই মূলত সরকারের এ উদ্যোগ। সমলয় চাষে যান্ত্রীক পদ্ধতি ব্যবহার করায় অল্প সময়ে কম খরচে চাষাবাদ সম্পন্ন হবে। এতে সময়, শ্রম ও অর্থ বেচে যাবে কৃষকদের।
কৃষিতে যান্ত্রিকীকরণ জনপ্রিয় করতে দেশের বিভিন্ন উপজেলায় সমলয় কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে জানিয়ে উপজেলা কৃষি কর্মকর্তা এ এ মাসুম বিল্লাহ বলেন, এ পদ্ধতিতে আবাদ করার ফলে কৃষকদের উৎপাদন খরচ অর্ধেকে নেমে আসবে। ফলনও বাড়বে দ্বিগুণ। সর্বস্তরে এ পদ্ধতির চর্চা তৈরি হলে জাতীয় উৎপাদনে ইতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করছেন এ কৃষি কর্মকর্তা।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

মাগুরায় ভর্তুকি মূল্যে কৃষকদের মাঝে কম্বাইন্ড হারভেস্টার বিতরণ

error: Content is protected !!

সমলয় চাষে বাড়বে ফলন, কমাবে ব্যয়

আপডেট টাইম : ০৭:১০ অপরাহ্ন, শনিবার, ১০ ফেব্রুয়ারী ২০২৪

সারি সারি বিছানো প্লাস্টিকের ট্রেতে তৈরি হচ্ছে বোরো ধানের বীজতলা। ঘন কুয়াশা ও শৈত প্রবাহ থেকে কোল্ড ইনজুরি জনিত সমস্যা এড়াতে ঢেকে রাখা হয়েছে স্বচ্ছ পলিথিনের সেডে। আধুনিক পদ্ধতিতে তৈরি এ চারা রোপণ করা হবে রাইস টান্সপ্লান্টার যন্ত্রের সহায়তায়। কৃষিতে নতুন সন্নিবেশিত সকল আধুনিক কলা-কৌশল প্রয়োগের মাধ্যমে কৃষকের নিবিড় পরিচর্যায় বেড়ে ওঠা পরিপক্ব ধান কাটা হবে মেশিনের সাহায্যে। কৃষি বিভাগ একই সাথে, একই জাত দ্বারা সম্মেলিত এই চাষ পদ্ধতির নাম দিয়েছে “সমলয়”।

কৃষিতে যান্ত্রিকীকরণ জনপ্রিয় করতে সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বাস্তবায়িত হচ্ছে এই সমলয় কার্যক্রম। ২০২৩-২৪ অর্থবছরে রবি মৌসুমে বোরো ধানের সমলয় বাস্তবায়িত হচ্ছে পাবনা জেলার চাটমোহর উপজেলার মথুরাপুর ইউনিয়নের ভাদড়া ব্লকে।
সরেজমিনে ভাদড়া ব্লকে সমলয় চাষে সম্পৃক্ত কৃষকদের সাথে কথা বলে তাদের মধ্যে দারুণ উচ্ছ্বাস লক্ষ করা যায়। একেবারেই নতুন এই যান্ত্রিক চাষে কৃষকদের মাঝে দেখা দিয়েছে আগ্রহ। বীজতলা করার এ আধুনিক পদ্ধতিতেই তাদের মুগ্ধতা। সরকারি ব্যবস্থাপনায় সার বীজ পাওয়ার পাশাপাশি ধান রোপণ এবং কাটা নিয়েও চিন্তা মুক্ত তারা।
সমলয়ের কৃষক আজিজুল হক জানান, যান্ত্রিক পদ্ধতিতে সমলয়ের চাষ আমাদের আশার আলো দেখাচ্ছে। এ কর্মসূচির আওতায় ১ শত ৫০ বিঘা জমিতে ধান রোপণ ও কাটার যাবতীয় ব্যবস্থা হওয়াতে তার মত অন্য কৃষকেরাও খুশি।
স্কীম মালিক উজ্জ্বল হোসেন বলেন, আগে ভাদড়া স্কীমে বিভিন্ন জাতের ধানের আবাদ হতো। এ বছরে কৃষি অফিসের ব্যবস্থাপনায় হাইব্রিড ধানের আবাদ হচ্ছে। একই জাত দ্বারা একই সময় সারা মাঠে চাষ হওয়ার কারণে কৃষকদের পরিচর্যা সহজ হবে।এতে করে উৎপাদন খরচও কম হবে বলে মনে করছেন তিনি।
সমলয় বাস্তবায়নে দায়িত্বপ্রাপ্ত ভাদরা ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা সাইদুর রহমান সাঈদ বলেন, উৎপাদন বৃদ্ধির পাশাপাশি কৃষকদের উৎপাদন খরচ কমাতেই মূলত সরকারের এ উদ্যোগ। সমলয় চাষে যান্ত্রীক পদ্ধতি ব্যবহার করায় অল্প সময়ে কম খরচে চাষাবাদ সম্পন্ন হবে। এতে সময়, শ্রম ও অর্থ বেচে যাবে কৃষকদের।
কৃষিতে যান্ত্রিকীকরণ জনপ্রিয় করতে দেশের বিভিন্ন উপজেলায় সমলয় কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে জানিয়ে উপজেলা কৃষি কর্মকর্তা এ এ মাসুম বিল্লাহ বলেন, এ পদ্ধতিতে আবাদ করার ফলে কৃষকদের উৎপাদন খরচ অর্ধেকে নেমে আসবে। ফলনও বাড়বে দ্বিগুণ। সর্বস্তরে এ পদ্ধতির চর্চা তৈরি হলে জাতীয় উৎপাদনে ইতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করছেন এ কৃষি কর্মকর্তা।