ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নের চর গয়েশপুর, চরপুকুরিয়া (এক ও দুই নং) ওয়ার্ডের সর্বস্তরের জনসাধারণের সাথে মধুখালী থানা পুলিশের সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক, ইভটিজিং, নারী নির্যাতন, বাল্যবিবাহ, যৌতুকসহ সকল প্রকার অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০৫ ফেব্রুয়ারি ২০২৪ইং) বিকাল ৩ ঘটিকায় কামারখালী ইউনিয়নের কাঁচিকাঁটা খাল পাড়ে এই আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মিরাজ হোসেন।
অনুষ্ঠানের সভাপতি করেন বগিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রওনক হোসেন জন্নু।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মধুখালী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ মুরাদুজ্জামান, কামারখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাকিব হোসেন চৌধুরী ইরান, কামারখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জাহিদুল ইসলাম বাবু, ইউপি সদস্য জসিম শেখ, আলমগীর হোসেন, মমতাজ বেগম, ব্যবসায়ী আইয়ুব হোসেন খোকন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠান পরিচালনা করেন, বাকি মিয়া সাধারণ সম্পাদক (১নং ওয়াড), কামারখালী ইউনিয়ন পরিষদ। উক্ত আলোচনা সভায় অতিথিরা সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক, ইভটিজিং, নারী নির্যাতন, বাল্যবিবাহ, যৌতুকসহ সকল প্রকার অপরাধ প্রতিরোধে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন।
প্রিন্ট